নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে যাত্রী সেজে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার ১২ ঘন্টার ব্যবধানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারসহ রফিকুল ইসলাম (২৭) নামে এক ছিনতাইকারিকে গ্রেফতার করেছে ধামগড় ফাঁড়ী পুলশ। ২৫ জুলাই সোমবার বিকাল ৪টায় বন্দর উপজেলার পশ্চিম দেওয়ানবাগস্থ জনৈক বাচ্চু মিয়ার উঠানে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত আসামীর দেখানো মতে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে ভুক্তভোগী অটোরিকশা চালক সবুজ চন্দ্র মহন্ত বাদী হয়ে অটোরিকশা উদ্ধারের ওই দিন রাতে গ্রেফতারকৃত ছিনতাইকারি রফিকুল ও পলাতক ছিনতাইকারি রফিকুল ইসলাম ওরফে রতনকে আসামী করে বন্দর থানায় দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪৮(৭)২২।
এর আগে গত সোমবার দিবাগত রাত পৌনে ৩টায় বন্দর উপজেলার কিউট কসমেটিক ফ্যাক্টরী সামনে রাস্তায় ওই অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃত অটোরিকশা ছিনতাইকারি রফিকুল ইসলাম বন্দর উপজেলার পশ্চিম দেওয়ানবাগ এলাকার বাচ্চু মিয়ার ছেলে। পুলিশ গ্রেফতারকৃত ছিনতাইকারিকে ২৬ জুলাই মঙ্গলবার দুপুরে ওই মামলায় আদালতে প্রেরণ করেছে।
তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার মদনপুর কাঁচপুর এলাকার হাশেম মিয়ার বাড়ি ভাড়াটিয়া স্বপন চন্দ্র মহন্ত ছেলে সবুজ চন্দ্র মহন্ত দীর্ঘ দিন ধরে উক্ত এলাকায় অটোরিকশা চালিয়ে আসছে। প্রতিদিনের ন্যায় ২৫ জুলাই সোমবার গভীর রাতে অটো চালক সবুজ চন্দ্র মহন্ত অটোরিকশা নিয়ে কাঁচপুর স্ট্যান্ডে অবস্থান কালে বন্দর উপজেলার পশ্চিম দেওয়ানবাগ এলাকার বাচ্চু মিয়ার ছেলে রফিকুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ থানার সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন এলাকার মৃত জাহাঙ্গীর পাটুয়ারী ছেলে রফিকুল ইসলাম রতন যাত্রী সেজে মদনপুর যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশা উঠে। পরে অটোরিকশাটি বন্দর উপজেলার কিউট কসমেটিক ফ্যাক্টরী সামনে আসলে ওই সময় যাত্রীবেশী ২ ছিনতাইকারি ধারালো অস্ত্র ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে জোর পূর্বক অটোরিকশাটি ছিনিয়ে নেয়। পরে অটোরিকশা চালক বিষয়টি গত সোমবার বেলা ৩টায় ছিনতাইয়ের বিষয়টি ধামগড় ফাঁড়ীকে অবগত করলে উল্লেখিত ফাঁড়ী পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম দেওয়ানবাগ এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা ছিনতাইকারি রফিকুলকে গ্রেফতার করতে সক্ষম হয়। ওই সময় পুলশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় সিদ্ধারগঞ্জের ছিনতাইকারি রফিকুল ইসলাম ওরফে রতন। পরে তার দেখানো মতে একই এলাকার জনৈক বাচ্চু মিয়ার উঠান থেকে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়।