মে দিবস উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পিং

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং কার্যক্রম পরিচালিত হয়েছে। সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এ কার্যক্রমটি পালিত হয়। আদমজী নগর নতুন বাজার এলাকার আলিফ হেলথ কেয়ার সার্ভিস এর উদ্যোগে এবং কদমতলী এলাকার শাহিনূর আদর্শ উচ্চ বিদ্যালয়ের তত্বাবধানে, মঙ্গলবার সকাল থেকে শুরু হয় ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম। এই ক্যাম্পিংয়ের স্ট্র্যাটেজিক পার্টনার ছিলো সিদ্ধিরগঞ্জের আরেক স্বেচ্ছাসেবী সংগঠন বিজয় ব্লাড ডোনেশন ক্লাব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি মো. আলাউদ্দিন মেম্বার, শাহিনূর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আরিফ হোসেন  ঢালী, দৈনিক আমাদের সময়ের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এমরান আলী সজীব, চিত্তরঞ্জন কটন মিলস স্কুলের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন স্বাধীন, বিজয় সমাজ উন্নয়ন পাঠাগারের প্রতিষ্ঠাতা এস.এম.বিজয়, আলিফ হেলথ কেয়ার সার্ভিসের এইচ আর ম্যানেজার শামীম ভূইয়া।

অনুষ্ঠানে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয়ের পাশাপাশি ৩০০টাকার ফ্যামিলি হেল্থ কার্ড মাত্র ২০টাকায় প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানে আগত অতিথিরা এই ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং আয়োজকদের ধন্যবাদ দেন এমন একটি ব্যাতিক্রমি কার্যক্রম পালনের জন্য।

বক্তারা বলেন, রক্ত মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ শারীরিক উপাদান। অনেক সময় রক্তের অভাবে অনেক মুমূর্ষ রোগির সঠিক চিকিৎসা করা যায় না। আবার অনেকের রক্তের গ্রুপ না জানা থাকলেও বিড়ম্বনায় পড়তে হয়। তাই এই আয়োজনটি নি:সন্দেহে একটি মানবিক আয়োজন। নিজের রক্তের গ্রুপ নিজের জানা থাকাটা অবশ্যই জরুরী। তাহলে নিজের প্রয়োজনে অথবা অন্যের প্রয়োজনে রক্ত আদান প্রদান করা সহজ হয়। ভবিষ্যতেও এই রকম আরো ব্যাতিক্রমী কার্যক্রম পালন করবে আয়োজকরা সেই আশাই ব্যাক্ত করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

add-content

আরও খবর

পঠিত