মেয়র পদে আইভী-তৈমুরসহ ৬ প্রার্থিতা বৈধ, বাতিল ২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা ।তবে বাংলাদেশ ব্যাংকের সিআইবির তথ্যের ভি‌ত্তি‌তে প্রিমিয়ার ব্যাংকের ঋণ খেলাপির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম (বাবু) ও দাখিলকৃত ভোটার তালিকায় গরমিল পাওয়া অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মো. সুলতান মাহমুদসহ ২ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়।

২০ই ডিসেম্বর সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মনোনয়ন পত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার আবেদনকারীদের উপস্থিতে শুনানি করেন।

এ সময় মাহফুজা আক্তার বলেন, মেয়র পদে আবেদনকারী খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. জসিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মো. মাসুম বিল্লাহ বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী মো. রাশেদ ফেরদৌসের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী মো. সুলতান মাহমুদের জমা দেওয়া ৩০০ ভোটার তালিকায় গরমিল পাওয়া গেছে। কারণে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। আরেক স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম (বাবু) এবং তার কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিল না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার দাখিল করা ৩০০ ভোটার তালিকায় গরমিল রয়েছে। ঋণ খেলাপি হওয়ায় তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, ১৬৬ জন সাধারণ কাউন্সিল পদের প্রার্থীর মনোনয়ন দাখিল করেছেন। সেখান থেকে জনের প্রার্থিতা বাতিল হয়েছে এবং সংরক্ষিত নারী কাউন্সিলর দে ৩৬ জন নোনয়নপত্র দাখিল রেছিলেন। বাদ য়েছেন জন। যারা বৈধ হননি তারা চাইলে আপিল করতে পারবেন।

প্রসঙ্গত, আগামী ২৮ই ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর প্রচারপ্রচারণায় অংশগ্রহণ করতে পারবে প্রার্থীরা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা লাখ ১৭ হাজার ৩৫৭ জন। এরমধ্যে লাখ ৫৯ হাজার ৮৩৯ জন পুরুষ ভোটার লাখ ৫৭ হাজার ৫১৭ জন নারী ভোটার রয়েছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এবার ইভিএমের মাধ্যমে ১৬ জানুয়ারি তৃতীয়বারের মতো ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

add-content

আরও খবর

পঠিত