নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : বুধবার সকালে বোমা বিস্ফোরণে নিহতদের শ্রদ্ধা নিবেদনে গিয়ে মেয়র আইভীকে উদ্দেশ্য করে মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি চন্দন শীল বলেছেন, আমাদের আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী । অথচ দু:খের বিষয়, আজ বোমা হামলায় নিহতদেরকে শ্রদ্ধা জানাতে এসেছিলাম। কিন্তু প্রবেশ পথেই তালা দিয়ে রাখা হয়েছে। আজ ক্ষতিগ্রস্থ পরিবার ও আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতকর্মীরা শ্রদ্ধা জানাতে পারিনা। গত বছর এখানে একটি ডাস্টবিন রাখা হয়েছিল। পরে আমাদের প্রতিবাদে অপসারণ করেছিল। কিন্তু এবারও দাবিয়ে রাখার চেষ্টা করা হল। মাথা ঠিক রাখেন, কেন এ ধরণের কাজ করবেন। মানবিক ব্যাপার এটা নিয়ে ছিনিমিনি খেলবেন না। ভবিষ্যতে এসব ন্যাক্কার জনক ঘটনায় ছাড় দেয়া হবে না। ১৬ই জুন বুধবার সকাল ৯টায় শহরের চাষাড়া শহীদ মিনার সংলগ্নে অবস্থিত বোমা হামলা ঘটনাস্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, ১৬ই জুন বোমা হামলায় পঙ্গুত্ববরনকারী রতন দাস, মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড.ওয়াজেদ আলী খোকন, নাসিক ১৩ নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এড. মাহমুদা মালা, বোমা হামলায় আহত মরহুম কামাল আহম্মেদের ছেলে পলাশ আহম্মেদ, নিহত পলী বেগমের মেয়ে, নিহত স্বপন রায়ের ভাই, আহত মশুর ভাই, শহর যুবলীগের পক্ষে সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী রণজিৎ মন্ডল, মহানগর ছাত্রলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।