মেয়র আইভীকে ইঙ্গিত করে যা বললেন মহিলালীগ নেত্রী মেঘলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সম্প্রতি মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর একটি বক্তব্যের পর আলোচনা সমালোচনা চলছেই। রীতিমতো তা নিয়ে শহরময় তোলপাড় সৃষ্টি হয়েছে। আর এটায় মিশ্য প্রতিক্রিয়া ব্যক্তয় করেছে এমপি শামীম ওসমানের সমর্থকরাও। এব্যাপারে শনিবার (১ মার্চ) দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জেলা যুব মহিলালীগের যুগ্ম আহবায়ক সারমিন শাকিল মেঘলা। তবে ওই স্ট্যাটাসে মেয়র আইভীর নাম উল্লেখ না হলেও মেডাম উল্লেখ করে ইঙ্গিত দেয়া হয়েছে অনেক কিছু।

তিনি স্ট্যাটাসে লিখেছেন, মেডাম আপনাকে বলছি জননেতা এ কে এম শামীম ওসমান নারায়ণগঞ্জ এর উন্নয়নের রুপকার, গরীব মেহনতি মানুষের বন্ধু। তাকে কেন ভয় পেতে যাবে পুলিশের কন্সটেবল, বিএনপি জামাত শিবির ও তাদের আশ্রয় দাতারা। হুম আমি বিশ্বাস করি তিনি গডফাদার, তিনি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি জামাত শিবিরের দোসরদের জন্য গডফাদার।

তিনি আরো লিখেছেন, তার কাছে এখনো অনেক অস্ত্র রয়েছে যা কিনা অন্য এমপি মন্ত্রি কিংবা মেয়রদের নাই যা হল তার বিশাল কর্মী বাহীনি (অস্ত্র ভান্ডার)। তিনি তো ভাল হয়ে গেছেন আগের শামীম ওসমান নাই, তা না হলে তার এই অস্ত্র ভান্ডার (কর্মী বাহিনী) দিয়ে জামাতের দোসরদের উৎখাত করতে কয়েক সেকেন্ড লাগবে। তাই আমাদের লাইরেন না,  শামীম ওসমান চুপ থাকলেও আমরা চুপ থাকমু না।

উল্লেখ্য, শুক্রবার (৬ মার্চ) বিকেলে শহরের শেখ রাসেল পার্কে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৭ বছরপূর্তি উপলক্ষে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুসমাবেশ, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জ শহরের একটা রিক্সাওয়ালাও এমপি শামীম ওসমানকে ভয় পায়না, এমনকি পুলিশের কনস্টেবল কিংবা বাচ্চা শিশু কেউই তাকে এখন আর ভয় পায়না।

২০০১ সালের আগে নারায়ণগঞ্জ পুলিশের টোটাল ফোর্সের কাছে যা অস্ত্র ছিলো, তার চেয়ে বেশি অস্ত্র আমার কাছেই ছিলো। মিথ্যা কথা বলে লাভ নেই! ১ মার্চ পুলিশ লাইনসে পুলিশ মেমোরিয়াল ডে তে এমপি শামীম ওসমানের এমন বক্তব্যের সমালোচনা করে মেয়র আইভী বলেন, যে ব্যক্তি বলতে পারে তার কাছে পুলিশের চেয়ে বেশি অস্ত্র থাকে। তাহলে কি বোঝাতে চাচ্ছেন এতো বছর পরে এসে, কাকে ভয় দেখাতে চাচ্ছেন, নতুন করে তিনি আবার কিসের ষড়যন্ত্র করছেন নারায়ণগঞ্জে? এক সাথে অনেক মানুষকে কি হত্যা করতে চাচ্ছেন? নাকি নারায়ণগঞ্জের ডিসি-এসপি এবং প্রশাসনকে ভয় দেখিয়ে আবার উনার রামরাজত্ব কায়েম করতে চাচ্ছেন? কিন্তু আপনি যেটাই করতে চান না কেন, কোনটাই আপনি করতে পারবেননা।

তিনি বলেন, আমি এই নারায়ণগঞ্জে বেঁচে থাকা অবদি, এই শহরের আনাচে-কানাচের প্রতিটি মানুষকে নিয়ে আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আপনি ওই অস্ত্রের ভয় আমাকে দেখাবেননা। এসব আমরা অতীতেও দেখেছি। আপনি প্রশাসনকে ভয় দেখাতে চান! আমার মনে হয়না একজন কনস্টেবলও আপনাকে ভয় পায়না, আমার মনে হয়না, এই শহরের একটা রিক্সাওয়ালাও আপনাকে ভয় পায়না। এই শহরের ছোট্ট বাচ্চাও আপনাকে ভয় পায়! ওই জুজুর ভয় দেখিয়ে আপনি আর শহরের মধ্যে কিছু করতে পারবেননা।

মেয়র আইভী আরো বলেন, আপনি গডফাদার ওই ভয় আর আমরা পাইনা। গডফাদার খেতাব নিয়ে একসময় আপনি বলেছেন এটা দুইটা পত্রিকা বানিয়েছে, আপনি গডফাদার। আপনার কাছে হাজার হাজার অস্ত্র, যে অস্ত্র পুলিশের ভান্ডারেও নাই! আপনি কোতত্থেকে এত অস্ত্র পান? তাহলে তো আপনি অবশ্যই গডফাদার।

add-content

আরও খবর

পঠিত