মেয়রের সাথে বসতে হলে পরিবেশ ঠিক করতে হবে : এমপি সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিনিধি) : নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে আরো উন্নয়ন হত, কিন্তু একে অপরের সাথে সমন্বয় নেই। তাই এ শহরে ময়লার রাজনীতি হয়। হকার নিয়ে রাজনীতি হয়। যানজট নিয়ে রাজনীতি হয়। তাই আমাদের এখন বসতে হবে। আমি আগাতে গেলে পাঞ্জাবী ধরে টান দেওয়া হবে। কেউ কারো আচল টান দিয়ে ধরে। অনেক সাংবাদিকরাও জানতে চায় কবে মেয়রের সাথে বসবো। কিন্তু সেই পরিবেশ এখনো হয়নি। মেয়রের সাথে বসতে হলে সুন্দর পরিবেশ ঠিক করতে হবে। রবিবার ( ৮ নভেম্বর ) রাতে ফতুল্লার উইজডম এটায়ার্সে নারায়ণগঞ্জ-৫ সাংসদীয় আস‌ন, সি‌টি কর্পো‌‌রেশ‌ন, সদর ও বন্দর উপ‌জেলা এবং ইউ‌নিয়ন প‌রিষদের জনপ্র‌তি‌নি‌ধি‌দের সা‌থে মত‌বি‌নিমিয়কালে তিনি এসব কথা বলেন।

বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বন্দর ইউএনও শুক্লা সরকার, বন্দর ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুদ্দিন, বন্দর উপজেলা চেয়ারম্যান এমএ রশিদ, ভাইস চেয়ারম্যান সানাউল্লা সানু, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি, মুছাপুর এর চেয়ারম্যান মাকসুদ,  মদনপুর এর চেয়ারম্যান গাজী আব্দুস সালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর শওকত হাসেম শকু, সাঈফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, আব্দুল করিম বাবু, জমশের আলী ঝন্টু, আফজাল হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. সৈকত হোসোন সহ অন্যান্য জনপ্রতিনিধিগন ।

সেলিম ওসমান সকল জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, জনগণের সেবা করতে পারাটা আল্লাহ প্রদত্ত নেয়ামত। আল্লাহ আপনাদের ক্ষমতা দিয়েছে, তাই বলে ক্ষমতার অপব্যবহার করবেন না। বিশাল শক্তি আপনাদের। জনপ্রতিনিধিরা কোন বিচার করবেন না। আপনারা সমঝোতা করে দিতে পারেন। বিভিন্ন এলাকার মেম্বারদের ক্ষেত্রে ১২জন মেম্বার একসাথে কাজ করতে পারলেও একটি ওয়ার্ডে মাত্র একজন কাউন্সিলর! যাদের অনেক আইনী জটিলতা মানতে হয়। তবে ভীত হবেন না, তাহলে জনপ্রতিনিধি থেকে লাভ নাই।

তিনি আরো বলেন, আমাদের অনেকেই মারা গেছেন। আমিনুল ভাই নেই, নওশেদ ভাই নেই, আবুল জাহের নেই। জানি না কবে, কে, কখন চলে যাই। যতদিন বেঁচে আছি মানুষের জন্য কিছু করে যেতে হবে তাহলেই আখিরাতে কিছু পাওয়া যাবে। তাই সকল জনপ্রতিনিধিরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর কোন ঝগড়া বিদ্ধেষ নয়। আমি আজকে আপনাদের সকলকে নি্য়ে বসেছি। প্রয়োজনে ওয়ার্ড, ইউনিয়নেও যাবো। আমাদেরকে মানু্ষের সেবায় কাজ করতে হবে। নির্বাচন সন্নিকটে এ মানসিকতা নিয়ে নয়।

add-content

আরও খবর

পঠিত