নারায়ণগঞ্জ বার্তা ২৪: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর প্রেসারেই হকার উচ্ছেদ করা হয়েছে বলে মন্তব্য করে নারায়ণগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান হকারদের উদ্দেশ্যে বলেছেন, এই সমস্যার সমাধান আমার কাছে নাই। আমি আপনাদের মিথ্যা আশ্বাস দিবো না। এই সমস্যার সমাধান করতে পারেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র। ২৯ ডিসেম্বর নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব প্রাঙ্গনে রাতে নারায়ণগঞ্জের ফুটপাতের হকাররা শামীম ওসমানের সাথে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর প্রেসারেই পুলিশ হকার উচ্ছেদ করেছে এমন মন্তব্য করে শামীম ওসমান আরও বলেন, কারণ উচ্ছেদ যখন পুলিশ করেছে তাঁর প্রেসারেই করছে। আমি তাঁর বিপক্ষে নই। তবে আমি একটা কথা বলতে চাই, যদি একটা বাসায় চুলা না জ্বলে তবে সেই দায়দ্বায়িত্ব কে নেবে? এটা আমেরিকা, কানাডা নয় যে মানুষের একটা ব্যবসা বন্ধ হলে আরেকটা বিকল্প পথ খোলা আছে। এখানে সবাই ধার দেনা করেই ব্যবসা করে। এটা সত্য যে এখানে কিছু নিয়ম আছে, কিছু অনিয়ম আছে।
শামীম ওসমান আরও বলেন, এটাও সত্য যে যারা আজকে মারধর করে আপনাদের ব্যবসা তুলে দিয়েছে তারা ও দুদিন আগে আপনাদের কাছ থেকে টাকা খেয়েছেন। চকি বসাইলে কতো টাকা নেয় কারা নেয় সবটাই জানি। ওই দিগুবাবু বাজারে সকালের চকি ৮০০ টাকা আর রাতের চকি ১০০০ টাকা। ওই যে এতোবড় রাস্তা, মীর জুমলা রোড ওই রোড থেকে তো কেউ হকার তাড়ায় না। ছোট একটা চকি দৈনিক ১৮০০ টাকা চাঁদা দেয়। এরাও তো টাকা দিয়েই ব্যবসা করে। আসল কথা হলো গরীব মানুষের কাজই হলো মার খাওয়া। আমরাও ছাত্র রাজনীতি করার সময় মার খেয়েছি।
যখন কলেজের সমস্যা নিয়ে কথা বলতে ২০০ মানুষ নিয়ে মিছিল করেছি তখন পুলিশ মারতো, যখন ২০০০ ছেলে নিয়ে মিছিল করেছি তখন পুলিশ মেরেছে। কিন্তু যখন সবাই একসাথে মিছিল করেছি তখন পুলিশ সালাম দিয়েছে। যদি আপনার স্ত্রী সন্তানের পেটে ক্ষুধা থেকে থাকে তবে সবাই মিলে মেয়রের কাছে যান, তাকে বুঝিয়ে বলেন, আমি বিশ্বাস করি সে একটা ব্যবস্থা করবে। যদি না করে তবে আমি দেখবো।