নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান স্মৃতি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীণ গোদনইল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে খেলাটির উদ্বোধন করেন প্রয়াত সাংসদ পুত্র আজমেরী ওসমান।
উদ্বোধনী এ খেলায় ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসানের দল ও নাসিম ওসমান স্মৃতি দুস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশন দুইটি দলের মধ্যে ব্যপক প্রতিযোগী হয়। এ খেলায় অংশ নিয়েছে সর্বমোট ১২ টি দল। প্রতি ধাপে খেলা শেষে প্রথম বিজয়ী দলকে দেয়া হবে গোল্ডকাপ শিরোপা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুবকদের উদ্দেশ্যে আজমেরী ওসমান বলেন, খেলাধূলা এক ধরনের শারীরীক চর্চা। এর মাধ্যমে যেমনি শরীর থাকে সুস্থ্য তেমনি সকল প্রকার বাজে চিন্তাও দূর হয়ে যায়। তাই এই ধরণের আয়োজনকে আমি স্বাগত জানাই। তবে শুধু খেলাধুলা করলেই চলবেনা। এর পাশাপাশি অবশ্যই লেখাপড়া ঠিক রাখতে হবে। বর্তমানে যুব সমাজের সবচেয়ে ক্ষতি করছে মাদক, তাই আমি বলবো লেখাপড়া ও খেলাধূলায় মনযোগী হও। এছাড়া অন্য কিছুতে মনযোগ দেয়া যাবেনা। অসহায় মেধাবী শিক্ষার্থী ও খেলাধূলায় আগ্রহীদের জন্য যদি কখনো কোন সহযোগীতা প্রয়োজন হয়, আমি পাশে আছি।
বিশিষ্ট ব্যবসায়ী কাজী আমির এর আয়োজনে ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দুস্থ ও জনকল্যান ফাউন্ডেশন এর সভাপতি তরিকুল ইসলাম লিমন, নিট কনসার্ন এর পরিচালক মনির হোসেন সহ এলাকার মুরুব্বীগন। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন গাজী শাকিল ও পাপ্পু।