মেঘনা নদীতে পুলিশের ধাওয়ায় পালাল নৌ চাঁদাবাজরা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ছিনতাই ও চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাণরক্ষার্থে পালিয়েছে চারজন চাঁদাবাজ। শনিবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি ইঞ্জিনচালিত স্পিড বোট জব্দ করেছে।

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাঈদ আহমেদ পাঠান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শীতলক্ষ্যা ও মেঘনা নদীতে ছিনতাইকারী ও চাঁদাবাজদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় চাঁদাবাজরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত স্পিড বোট ফেলে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া ইঞ্জিনচালিত স্পিড বোটটি জব্দ করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত