মুজিব শতবর্ষ জেলা দাবা লীগ ২০২১ এর শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মুজিব শতবর্ষ জেলা দাবা লীগ ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২৯ই নভেম্বর সোমবার সকালে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের হলরুমে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দাবা লীগের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার)। জেলা অতিরিক্ত পুািলশ সুপার (প্রশাসন) ও দাবা উপকমিটির সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু এবং বিশিষ্ট ক্রীড়ানুরাগী মো. শাহজাহান মাদবর সহ অন্যান্য কর্মকর্তাগণ। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং সেলিম স্মৃতি সংসদের পৃষ্ঠপোষকতায় ৮ দলের মধ্যে এ মৌসুমের লীগ অনুষ্ঠিত হবে। তাছাড়া এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ফারুক বিন ইউসুফ পাপ্পু, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির ও মোস্তফা কাউছার, কার্যকরী সদস্য রোকসানা খবির, জাকির হোসেন শাহিন, মো. আসলাম, ফিরোজ মাহমুদ সামা, মাহবুবুল হক উজ্জল, এস.এম আরিফ মিহির, জাহাঙ্গীর আলম, আতাউর রহমান মিলন, গৌতম কুমার সাহা, সিরাজ উদ্দিন আহমেদ, দাবাড়– সংগঠক জাহাঙ্গীর ইসলাম, মোরসালিন আহমেদ, মোহাম্মদ শামীম সহ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত