মুক্তিযোদ্ধা সন্তানদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে : বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও সদর উপজেলা কমান্ডের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বাদ আছর সেন্ট্রাল ঘাট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী। পরে মিলাদ ও দোয়া মাহফিল শেষে সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, আগামী দিনে মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের সন্তানেরা সব কিছু করবে। বঙ্গবন্ধুর আদর্শকে আমাদেরকে ধরে রাখতে হবে। ইউনিয়নগুলোতে আমরা এখনো কমিটি গঠন করতে পারিনি। তাই আগামী কিছুদিনের মধ্যে প্রত্যেকটি ইউনিয়নে গিয়ে কমিটি গঠন করা হবে। আগামীতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। যাতে করে মুক্তিযোদ্ধাদের সন্মান অক্ষুন্ন থাকে। মুক্তিযোদ্ধাদের ইতিহাস সম্পর্কে অবগত থাকতে হবে।

অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল হুদা, সাবেক জেলা কমান্ডার সামি উল্লাহ মিলন, সদর উপজেলা সাবেক কমান্ডার শাহজাহান জুলহাস ভূইয়া, মোঃ দুলু মিযা, মুক্তিযোদ্ধা সন্তান শরীফ উদ্দিন সবুজ, মাঈনুদ্দিন চিশতি সহ প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত