নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিয়োজিত রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা ও বন্দর থানা আ:লীগের সহ-সভাপতি হিসেবে দীর্ঘ দিন সফলতার সাথে দায়িত্ব পালন করে যাওয়া প্রবীণ রাজনীতিবিদ ধামগড় ইউপির ২নং ওয়ার্ডের জাঙ্গাল এলাকার বাসিন্দা মরহুম আব্দুল মালেক খন্দকারের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে টিএম ফাউন্ডেশনের উদ্যোগে অত্র ওয়ার্ডের জাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামীকাল ২২ জুলাই শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দেশের খ্যাতনামা কয়েকটি হাসপাতাল থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা কয়েকটি মারাত্মক ব্যাধীর উপর দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। সার্জারি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারদের পাশাপাশি লিভার, গাইনী, নাক, কান, গলা, দন্ত, হৃদরোগ ও ডায়বেটিস রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে। অত্র ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বন্দর থানা আ:লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ উপস্থিত থেকে সকাল ৯ টায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করার কথা রয়েছে। তাছাড়া সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করবেন অত্র ইউপির ২নং ওয়ার্ড মেম্বার ফয়েজুর রহমান মোল্লা। মরহুমের সর্বকনিষ্ট ছেলে ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ প্রত্যাশি আল আমিন খন্দকার অত্র এলাকার বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের সেখানে উপস্থিত থেকে চিকিৎসা সেবা নেবার আহবান জানানোর পাশাপাশি এ মহতি উদ্যোগ যাতে সফলভাবে সম্পন্ন হয় সেজন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, মরহুম আব্দুল মালেক খন্দকারের ২০১৫ সালের ২০ জুলাই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকার গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।