নারায়ণগঞ্জ বার্তা ২৪(রূপগঞ্জ প্রতিনিধি ): রূপগঞ্জে মুক্তিযোদ্ধার নির্মাণাধীন দেয়াল স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজরা হামাড় দিয়ে গুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দিয়েছে। বর্তমানে মুক্তিযোদ্ধা ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর দারকাব এলাকায়।
মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গাজীর থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা গেছে, জাঙ্গীর দারকাব এলাকার লেডি সন্ত্রাসী, একাধিক মামলার আসামী মলিনা বেগম ও তার বাহিনী মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গাজীর জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে। জীবনের নিরাপত্তা চেয়ে মুক্তিযোদ্ধা ও তার পরিবার গত এক সপ্তাহে পৃথকভাবে রূপগঞ্জ থানায় চারটি সাধারণ ডায়েরী করে। সাধারণ ডায়েরী করেও রক্ষা পাননি মুক্তিযোদ্ধা ও তার পরিবার।
রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে আব্দুল আলীমের স্ত্রী লেডী সন্ত্রাসী মলিনা বেগম ও তার বাহিনী সেকেন্ড-ইন-কমান্ড জয়নাল আবেদীন , রিপন ওরফে ইয়াবা রিপন, নাজু বেগম দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এসময় তারা মুক্তিযোদ্ধার নির্মাণাধীণ দেয়াল হামাড় দিয়ে গুড়িয়ে দেয়। এতে বাঁধা দিতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গাজী ও তার ছেলেকে বেধড়ক পিটেয়ে আহত করে। এনিয়ে বেশি বাড়াবাড়ি করিলে মিথ্যা মামলায় ফাঁসানো ও হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে বীরদর্পে চলে যায়। উল্লেখ, মলিনা-জয়নাল বাহিনীর অত্যাচারে স্থানীয় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গাজী বলেন, দীর্ঘ নয় মাস যোদ্ধ করেছি দেশ স্বাধীন করার জন্য। এখন কি দেখছি। জীবনের শেষ প্রান্তে এসে নিজের জায়গা বাঁচাতে গিয়ে লাঞ্চিত হতে হলো ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হাতে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাঈল হোসেন বলেন, মলিনা বেগম প্রকৃতপক্ষে খারাপ প্রকৃতির মহিলা। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ভুক্তভোগী ৬ জন অভিযোগ করেছেন। মুক্তিযোদ্ধার পরিবারটিও নিরাপত্তাহীনতায় আছে। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।