মিনহাজ উদ্দিন মাসুদের মৃত্যুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বিশিষ্ট সমাজ সেবক মিনহাজ উদ্দিন মাসুদের মৃত্যুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুযারী  মঙ্গলবার বাদ আসর সরদার বাড়ি বায়তুল মামু’র জামে মসজিদে এ আয়োজন করা হয়। তিনি ২৭ জানুয়ারী শনিবার হৃদ রোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো আটচল্লিশ। তিনি ছিলেন মরহুম ওয়াজ উদ্দিন ব্যপারীর ছোট ছেলে।

উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপিত জব্বার খন্দকার, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাতেন, হাজি বাহাউদ্দিন, ডা. মহিউদ্দিন, রানা, খোকন, নিবির, তুহিন দেওয়ান, চঞ্চল , দেলোয়ার, শ্যামল সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক নুরুল হকের ছোট ভাই মরহুম মিনহাজ উদ্দিন মাসুদ। হাজি সাদেক আলী সরদারের মেয়ের জামাতা ( মরহুম রেহাজ উদ্দিন কল্যান ট্রাষ্টের মতুওয়াল্লি ), নুর এ আলম, আরিফ সরদারের, জানে আলম সরদারের বোনের জামাতা।

add-content

আরও খবর

পঠিত