নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দর উপজেলার মদনপুরে অবস্থিত ঐতিহ্যবাহী নাজিমউদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের মিলনায়তনে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীর অভিভাবকগণের সাথে মত বিনিময় সভার মাধ্যমে একটি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর সোমবার সকাল ১১টায় কলেজের মিলনায়তনে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়।
নাজিমউদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অত্র কলেজের গভর্ণিং বডির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ের মায়েরা অনেক সচেতন, যা তাদের উপস্থিতি দেখেই অনুমান করা যায়। আর তারা ঠিকভাবে সন্তানকে দেখভাল করছে বিধায় শিক্ষার্থীরা আজ এগিয়ে যাচ্ছে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে এধরনের সমাবেশ সত্যিকার অর্থে কলেজের লেখাপড়ার মানকে আরো একধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার মানকে আরও উন্নত করতে হলে এবং ১০০% শিক্ষার্থীকে কৃতকার্য করতে হলে শিক্ষক ও অভিভাবকদের কঠোর নজরদারি রাখতে হবে। ছাত্র-ছাত্রীরা তারা ঠিকমত কলেজে আসছে কি না, কলেজে এসে ঠিকমত ক্লাস করছে কি না সে দিকে লক্ষ্য রাখতে হবে। কোন শিক্ষার্থী ঠিকমত কলেজে আসছে না, কলেজে এসে ঠিকমত ক্লাস করছে না, যদি এমনটা হয় তাহলে তাদের অভিভাবকদের মোবাইল ফোনে এসএমএস অথবা চিঠির মাধ্যমে তা জানানো হবে। শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষার্থীদের বিশেষ ক্লাসের মাধ্যমে পাঠ দেয়ার ব্যবস্থা আমরা হাতে নিয়েছি।
অত্র কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল ভূঁইয়ার সঞ্চালনায় অত্র কলেজের গভর্ণিং বডির অভিভাবক সদস্য নাজিম উদ্দিন, সুরুজ মিয়া, হিতৌষী সদস্য আলহাজ্ব আব্দুল হাই ভূঁইয়া, অত্র কলেজের সহযোগী অধ্যাপক সামছুল হক, নিজামউদ্দিন চৌধুরী, ইয়াসমিন আরা বেগম, আবদুল হান্নান খাঁন, সহকারী অধ্যাপক আবদুল্লাহ আলফে সানী সহ উক্ত কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কয়েক শত অভিভাবকরা স্বতস্ফূর্তভাবে অভিভাবক সমাবেশে উপস্থিত থেকে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।