নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নগরীর কালিবাজারে মাস্কের দাম বেশি রাখায় যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আট ফার্মেসিকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নগরীর কালির বাজারের বিভিন্ন ফার্মেসিতে যৌথ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক, আব্দুল মতিন ও নাছরীন আক্তার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জানান, অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় শহরের নূরুল মেডিকেল কর্নারের কর্মচারী বিশ্বজিত দাসকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া রাজু মেডিকেল কর্নার, হাসান ফার্মেসি, হক ফার্মেসিসহ আট ফার্মেসিকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বিভিন্ন ফার্মেসিকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।