নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মাসদাইর মানব কল্যান সংসদ, নারায়ণগঞ্জ থেকে স্বেচ্ছায় দায়িত্বপ্রাপ্তদের পদত্যাগ করার খবর পাওয়া গেছে। ইতমধ্যে সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, সহ সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ সহ ১৭জন কর্মকর্তা তাদের দায়িত্ব থকে পদত্যাগ চেয়ে আবেদন পত্র জমা দিয়েছেন। সোমবার (১ মে) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির উপদেষ্টা মতিউর রহমান প্রধান ও অভিযোগকারী ভুক্তভোগীরা।
এ বিষয়ে মুঠোফোনে কথা হলে পদত্যাগপত্র জমা দেয়া ভুক্তভোগী সহ সভাপতি মনির প্রধান অভিযোগ করে বলেন, এ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নিজ ইচ্ছায় সব করছে। তাই আমি এ কমিটিতে থাকতে চাই না। কমিটি বিলুপ্ত করা হোক এটাই আমার দাবী। কমিটির সদস্যদের অনেক অভিযোগ রয়েছে। আমরা ১৭ জন কর্মকর্তা পদত্যাগপত্র জমা দিয়েছি। তারা এখনো কোন সিদ্ধান্ত দেয়নি। সর্বশেষ ঈদের পরে সিদ্ধান্ত নিবে শুনেছি। এসব বিষয়ে কমিটির উপদেষ্টা মতিউর রহমান প্রধান ভালো বলতে পারবে।
এ বিষয়ে মতিউর রহমান প্রধানের সাথে কথা হলে তিনি বলেন, মানব কল্যানের জন্য এই কমিটি করা হয়েছে। কেউ থাকতে না চাইলে থাকবেনা । এটা যার যার ব্যাক্তিগত বিষয়। তবে তাদের কোন অভিযোগ সত্যি নয়। কিছু লোক আছে মাদকের সম্পৃক্ত লোক প্রবেশ করতে চায়। তারা কিভাবে মাদক ব্যবসা করবে তাই এ চক্র লাগিয়েছে। যেগুলি মাদক ব্যবসা করে এগুলি বাদ। এ পর্যন্ত কম্বল দিলো, স্কুলে বই দিলো। সবকিছু করেছে তারা। এটা লুটেপুটে খাওয়ার জন্য এ কমিটি করা হয়নি।
পদত্যাগ পত্র জমাদানকারীরা হলো, সিনিয়র সহ সভাপতি নিজাম প্রধান, সহ সভাপতি মো. মনির হোসেন প্রধান, সহ সাধারণ সম্পাদ রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক শেখ মো. রফিকুল, দপ্তর সম্পাদক মো. মুরাদ আলী, সহ সাংগঠনিক ফারুক, কোষাধ্যক্ষ বজলুর রহমান, প্রচার সম্পাদক আ: রশিদ ঝিকু প্রধান, আইনবিষয়ক সম্পাদক মো. আরিফুল হক কামাল, র্ধম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, সহ র্ধম বিষয়ক সম্পাদক আরমান হোসেন অপু, ক্রিড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ডালিম, সহ আপ্যায়ন মাহাবুব প্রধান, শ্রম বিষয়ক সম্পাদক হাবিব প্রধান।
এরআগে পদত্যাগপত্র জমা দেয়া কোষাধ্যক্ষ বজলুর রহমান এ বিষয়ে মুঠোফোনে কথা হলে প্রতিবদেককে জানান, আমি এই সংগঠনের একজন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বপালন করছি। কিন্তু কিছুদিন আগে খাদ্য সামগ্রী দেয়া হয় সেখানে কমিটির কয়েকজন কর্মকর্তা প্রতারণার সুযোগ নিয়েছেন। তাছাড়া সংগঠনের অনেকেই এতে অর্থ দিয়ে সহায়তা করেছেন। তাদের কারো হিসাব আমার কাছে দেয়া হয়নি। পাশাপাশি অপ্রাপ্ত বয়সের ছেলেকে সংগঠনে পদ দেয়া হয়। আমি নিজেও মাদক বিরোধী সহ বিভিন্ন সংগঠনের জন্য সমাজ সেবা কাজ করছি। সেক্ষেত্রে কোন অভিযোগ এর দায়ভার নিয়ে বির্তক সংগঠনে থাকতে চাইনা।
এ বিষয়ে মাসদাইর মানব কল্যান সংসদ, নারায়ণগঞ্জ এর সভাপতি আশরাফ আহমেদ মুঠোফোনে মন্তব্য করে জানায়, করোনা পরিস্থিতিতে সকল দোকান বন্ধ থাকায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে একটি সিল নিয়ে মন মালিন্য হয়েছে, অন্য কিছু নয়। এ নিয়ে পরে তারা ৬জন পদত্যাগ পত্র জমা দিয়েছে। তবে রমজান মাস ও বর্তমান পরিস্থিতির কারণে পদত্যাগ এর বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত গ্রহন করা হয়নি। আমাদের সংগঠনের উপদেষ্টা মতিউর রহমান প্রধান সহ অন্যান্যদের সাথে পরার্মশ করেছি। হয়তো আগামী সপ্তাহে অথবা ঈদের পরে একটি সিদ্ধান্ত উপনিত হবে। এছাড়া তারা ত্রাণের বিষয় বা কমিটিতে পদ দেয়ায় স্বেচ্ছাচারিতা সহ অনান্য যেসব অভিযোগ করছে তা সত্যি নয়।