মাসদাইরে সাড়ে পাচঁশত পরিবারের মাঝে জব্বার খন্দকারের ঈদ সামগ্রী বিতরণ

নারাণগঞ্জ বার্তা ২৪ : মাসদাইরে সাড়ে পাচঁশত পরিবারের মাঝে সমাজ সেবক আলহাজ্ব জব্বার খন্দকারের  ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ৯টায় মাসদাইর বাড়ৈভোগ এলাকায় এ কর্মসূচী পালন করেন। সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ বাস ভবন প্রাঙ্গণে দীর্ঘ লাইন ধরিয়ে একে একে পরিবারের সদস্যদের হাতে তুলে দেন সামগ্রীর প্যাকেট।

বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মো. আব্দুর জব্বার খন্দকার তার নিজ তহবিল থেকে সাড়ে পাচঁশত পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করেছেন। প্রতিটি প্যাকেটে রয়েছে দশ কেজি চাউল. দেড় কেজি পোলাও চাউল. দেড় কেজি মুসুর ডাল. দেড় কেজি চিনি. এক কেজি তৈল. এক কেজি লবন ও আধা কেজি সেমাই।

এ বিষয়ে জব্বার খন্দকারের ছেলে হাসান খন্দকার জানান, দীর্ঘদিনের লকডাউনে পড়ে অনেক মধ্যবিত্ত পরিবার অসহায় অবস্থায় রয়েছে সেই চিন্তা করেই ঈদ সামগ্রীর সাথে দশ কেজি চাউল যোগ করেছি।

বিতরন কালে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার খন্দকার এর বড় ছেলে মো. হাসান খন্দকার, ছোট ছেলে মো. সবুজ খন্দকার,সমাজ সেবক মো. মোস্তফা দেওয়ান মো. মোক্তার দেওয়ান, মো. রিপন দেওয়ান ও আমির কন্ট্রাকটর প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত