মাসদাইরে চিহ্নিত মাদক বিক্রেতাদের উৎপাত, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ভ্রাম্যমান প্রতিনিধি ) : মাসদাইর গুদারা ঘাট এলাকায় চিহ্নিত মাদক বিক্রেতা মৃত: কালাচাঁন মিয়ার ছেলে মাসুম বিল্লাহ শ্রমিক নেতা কামাল মুন্সীর ছেলে কমল মুন্সী ও বুইট্টা আসলাম জামিনে এসেই পুনরায় মাদক বিক্রি শুরু করেছে বলে এলাকাবাসীর অভিযোগ। এর আগে ফতুল্লা থানার পুরস্কারপ্রাপ্ত এএসআই কামরুল ইসলাম এর নেতেৃত্বে প্রায় এক হাজার বোতল ফেনসিডিল সহ তাদের মাসদাইর থেকে গ্রেফতার করে।

কিছু দিন জেল খেটে জামিনে বের হয়ে এসেই শুরু করে তাদের সমাজ বিরোধী মাদক এর জমজমাট ব্যবসা। প্রতিদিন মাসদাইর গুদারা ঘাট ফুল কুদ্দুস এর বাড়ীর গলি ও জামাল এর গ্যারেজ এলাকায় জোসন ফকির এর বাড়ীর সামনে দলবল নিয়ে আড্ডা জমিয়ে মোবাইল ফোনের মাধ্যমে ক্রেতাদের সাথে যোগাযোগ করে সূত্র জানায়। এতে করে তাদের বিশৃঙ্খলা আর উৎপাতে অতিষ্ট স্থানীয়রা।

তাদের স্থান মত জায়গায় পৌছে দিচ্ছে ইয়ারা ও ফেনসিডিল। দীর্ঘদিন যাবত মাসদাইর এলাকায় পুলিশ, র‌্যাব ও ডিবির চোখ ফাঁকি দিয়ে চতুর এই মাদক ব্যবসায়ী তাদের মাদক ব্যবসা করেও রয়ে গেছে ধরাছোয়ার বাইরে। তাই জরুরী ভিত্তিতে এলাকবাসী চিহ্নিত এই মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবী জনিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে স্থানিয়রা।

add-content

আরও খবর

পঠিত