নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : অবশেষে অবসান হতে চলেছে সব নাটকীয়তার। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে মহিউদ্দিন ইয়াসিনকে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা পাহাংয়ের সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ। আগামীকাল ১লা মার্চ রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় তিনি দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগ করেন মাহথির মোহাম্মদ। এরপর প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেন রাজা।
মাহাথিরের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মুহিদ্দীন ইয়াসিন। প্রধানমন্ত্রী পদে প্রার্থী করতে সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের দল পিকেআরের ১১ জন আইনপ্রণেতা তাকে সমর্থন দিয়েছেন। প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মুহিদ্দীনের নাম এর আগেই ঘোষণা করেছিল মাহাথিরের দল মালয়েশিয়ার ইউনাইটেড আদিবাসী পার্টি (বারসাতু)।
২০১৮ সালের নির্বাচনের পর মাহাথির মোহাম্মদ প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশটির উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। তবে তিনি একথা রাখেননি তা বলাই বাহুল্য।