মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি : আনোয়ার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি, অর্থবিত্ত অর্জনের জন্য নয়। রাজনীতি করে অনেক জেল খেঠেছি। কর্মীদের জন্য কিছু করতে পারিনি। জননেত্রী শেখ হাসিনা ভালবেসে জেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছেন তাই উন্নয়নে কাজ করার সুযোগ পেয়েছি। নারায়ণগঞ্জের সংসদীয় আসনের এমপিরা আমাকে রাজনৈতিক গুরু সম্বোধন করে ও অভিভাবক মনে করে এটাই পরম পাওয়া। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে চলেছি এবং আজীবন করে যাব। শিক্ষার্থীরা তোমরা ভালভাবে লেখাপড়া করে সর্বদা বাবা-মার মুখ উজ্জল করার চেষ্টা করবে। আর অভিভাবকরা আপনারা সন্তানদের সময় দিন তাদের সাথে বন্ধুর মত আচরণ করুন তাহলে দেখবেন সুন্দর পরিবার ও সুন্দর সমাজ গড়ে উঠবে। নাসিক ২৭নং ওয়ার্ডের (বন্দরের) ২৩নং চাঁপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে ২৩০ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল সামগ্রী (স্কুল ব্যাগ, পেন্সিল ও খাতা) বিতরণে প্রধান অতিথির বক্তৃতায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন এসব কথা বলেছেন।

বিশেষ অতিথির অপর এক বক্তৃতায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওসমান গণি ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের ভাল শিক্ষা দেয়া এবং তাদের প্রতি সর্বাত্মক খেয়াল রাখা প্রতিটি অভিভাবকের দায়িত্ব। তারা কোথায় যায়, কোথায় কার সাথে মিশে এবং ঠিকভাবে লেখাপড়া করছে কিনা তা আপনারা তদারকি করবেন। আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হলে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে এবং এ সন্তান আপনার জন্য কল্যাণ বয়ে আনবে। অত্র অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষামুখী করা ও তাদের যে কোন সমস্যার সমাধানে আমরা সর্বদা পাশে আছি। নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য হাজী আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওসমান গণি ভূঁইয়া ও অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ চৌধুরী উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

তাছাড়া এসময় ধামগড় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের সঞ্চালনায় ও প্রধান শিক্ষিকা তাহমিনা বেগমের সার্বিক আয়োজনে নাসিক ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী সিরাজুল ইসলাম, ২৫,২৬,২৭নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বন্দর থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন ও সাবেক সদস্য মোস্তফা মিয়া, বর্তমান সদস্য মোতালিব মিয়া ও গোলজার হোসেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের যুগ্ম আহবায়ক এডভোকেট মামুন সিরাজুল মজিদ, প্রগতি সংঘের সভাপতি আলহাজ্ব লায়ন সাইফুল ইসলাম, সহ-সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হোসেন, সাবেক ছাত্রনেতা ও বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল, মদনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমান উল্লাহ, ধামগড় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাজী শেখ আলমগীর আপেল, যুবলীগ নেতা নজরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের দপ্তর সম্পাদক রিফাত চৌধুরী, ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফুজ্জামান সুজন, সোহেল খাঁন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা স্কুল সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

add-content

আরও খবর

পঠিত