নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব একে এম শামীম ওসমান বলেছেন, সবচেয়ে বড় দূষন হলো মানুষ দূষন। মানুষ দূষনমুক্ত হলে সবকিছইু দূষনমুক্ত হয়ে যাবে। তাই মানুষকে দূষনমুক্ত রাখতে হলে মাদক বন্ধ করা খুবই জরুরী। নদী দূষণ মুক্ত করতে হলে মানুষ দূষণ মুক্ত করতে হবে। আমাদের যুব সমাজ আজকে মাদকের আগ্রাসনে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। প্রতিবছর মাদকের পিছনে প্রতি বছর ৮০ হাজার কোটি টাকা হুন্ডির মাধ্যমে বিদেশ চলে যাচ্ছে।
মঙ্গলবার ৮ নভেম্বর বিকালে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে “বাচাঁও নদী শীতলক্ষ্যা” শীর্ষক আলোকিত বাংলাদেশ পত্রিকার ফটো সাংবাদিক ফোজিত শেখ বাবুর গণসচেতনতা মূলক একক আলোকচিত্র প্রর্দশনী অন্ষ্ঠুানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, দেশ বরেণ্যে বু্িদ্ধজীবিদের উপস্থিতি আমি নারায়ণগঞ্জের মাটিতে গোলাম আযমকে অবাঞ্চিত ঘোষনা করেছিলাম। ঐ সময় উপস্থিত বুদ্ধিজীবিরা আমাকে উৎসাহিত করেছিল। কিন্তু তাদের উৎসাহটা যতটুকু ছিল পরবর্তীতে সে তুলনায় বুদ্ধিজীবিদের উৎসাহ দেখা যায়নি। সকল বুদ্ধিজীবিদের উৎসাহটা পরিপূর্নতা পেলে আজকে বাংলার মাটিতে জঙ্গীবাদ থাকতো না। গোলাম আযমকে নারায়ণগঞ্জের মাটিতে অবাঞ্চিত ঘোষনার পর পরই চাষাড়াস্থ আওয়ামীলীগ কার্যালয়ে বোমা হামলা চালানো হয়। বোমা হামলায় অসংখ্য আওয়ামীলীগের নেতৃবৃন্দ নিহত সহ একাধিক নেতাকর্মী আহত হয়। তবে কষ্টের বিষয় আওয়ামীলীগ কার্যালয়ে বোমা হামলাকারীরা বীরদর্পে ঘোরে বেড়াচ্ছে। তাদেরকে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা গ্রেফতার করছে না।
জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের উদ্ধোধনী বক্তব্যের প্রসঙ্গে শামীম ওসমান বলেন, আপনি রূপগঞ্জে কার জায়গায় কে সাইনবোর্ড লাগিয়েছে তা দেখতে পান। অথচ আপনার ভাতিজী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা আইভী বোয়ালিয়া খাল দখল করে ভরাট করে ফেলায় পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছে, আবার তার ইচ্ছে মতই খাল খনন করে নতুন করে র্অথ বরাদ্ধ করে সুবিধা নেয়া হচ্ছে। এখন প্রশ্ন কার টাকায় তিনি অর্থ ব্যয়ের মাধ্যমে অপচয় করছে। এ টাকা হচ্ছে জনগনের ট্যাক্সের টাকা।
পরিশেষে সাংসদ শামীম ওসমান উক্ত অনুষ্ঠানে নাসিক মেয়র আইভী এবং ব্যবসায়ীদের অতিথি করা হলে ভাল হতো বলে মন্তব্য করেন।
ইমেরিটাস প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, র্যাব-১১ অধিনায়ক কামরুল হাসান, রূপগঞ্জ তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, দৈনিক আলোকিত বাংলাদেশের যুগ্ম সম্পাদক কাজী আলী রেজা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শফিউদ্দিন আহম্মেদ বিটু।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গবেষক কলামিষ্ট ও অর্গানাইজেশন সেক্রেটারী বাংলাদেশ কলামিস্ট ফোরাম এবং রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম, শিল্পপতি নুরুজ্জামান খান, তারাব পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী, সমাজসেবক মোঃ মোজাম্মেল হক ভূইয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, শহর যুবলীগ সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, ছাত্রলীগ সভাপতি মাফায়েত আলম সানী।
অনুষ্ঠাটি সঞ্চালনায় ছিলেন দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি দিলীপ কুমার মন্ডল ও আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি শরীফ সুমন।