নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : মাদ্রাসার এতিম শিশু শিক্ষার্থীদের সাথে নিয়ে এমপি লিয়াকত হোসেন খোকার একমাত্র তনয়া লাবিবা হোসেন আদ্রিতার ১২তম জন্মদিন পালন করা হলো।
প্রতি বছরের মতো এবারও একটি মাদ্রাসার প্রায় শতাধিক এতিম শিশু শিক্ষার্থীদের সাথে নিয়ে রবিবার ৪ আগস্ট সন্ধ্যায় নারায়ণগঞ্জের আমলাপাড়ায় নিজ বাসভবনে নারায়ণগঞ্জ -৩ আসন (সোনারগাঁ) এর সংসদ সদস্য লিয়াকত হোসেন খাকার একমাত্র তনয়া লাবিবা হোসেন আদ্রিতার ১২তম জন্মদিন উদযাপন করা হয়।
জন্মদিনের উৎসব অনুষ্ঠানটি অধিকাংশ মানুষ ব্যাপক হৈ-হুল্লোর এর মাধ্যমে উদযাপন করলেও আদ্রিতার জন্মদিনের অনুষ্ঠানটি প্রতি বছরেই সর্ব প্রথম মাদ্রাসার এতিম শিশু শিক্ষার্থীদের সাথে নিয়ে উদযাপন করা হয়। ব্যতিক্রম ধর্মীয় এই অনুষ্ঠানে থাকে না কোন গান বাজনা হৈ চৈ। মাদ্রাসার এতিম শিশু শিক্ষার্থীদের সাথে নিয়ে শুধু মাত্র আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে শুকরিয়া আদায় করে দোয়া প্রার্থনা। আদ্রিতার পক্ষ থেকে মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মধ্যে সামান্য উপহার সামগ্রী বিতরণ, কেক কাটা এবং সর্ব পরিশেষে এতিমদের ভূড়িভোজের মধ্যেদিয়ে জন্মদিন অনুষ্ঠানটি উদযাপন করা হয়।
এর আগে লাবিবা হোসেন আদ্রিতা জন্মদিন উপলক্ষে উপহার সামগ্রী হিসেবে মাদ্রাসার এতিম শিশু শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। এরপর এতিম শিক্ষার্থীদের সাথে নিয়ে আনুষ্ঠানিক ভাবে কেক কাটেন আদ্রিতা।
এ সময় আদ্রিতার পিতা নারায়ণগঞ্জ -৩ আসন (সোনারগাঁ) এর সংসদ সদস্য লিয়াকত হোসেন খাকা, ও মা ডালিয়া লিয়াকত সহ আদ্রিতার বড় পাপা বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আলী মন্টু, ফুপু, মামা, বোন, ফুপাত ভাই আনিসুর রহমান বাবু, ফয়সাল সহ অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।