নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত আল রহমান ) : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত এমপি আলহাজ্ব নাসিম ওসমানের একমাত্র পুত্র আজমেরী তনয় আরহাম ওসমান আলিফের ৮ম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। আজমেরী তনয় আরহাম ওসমান আলিফ বিভিন্ন কোমলমতি মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কাটলো এক দিন এবং তাদের সাথে খেলাধুলায় ব্যস্ত সময় পার করলেন।
২৬ সেপ্টেম্বর বুধবার শহরের জামতলায় মেলা ফুড ভিলেজ রেস্টুরেন্টে ব্যাপক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পারিবারিকভাবে পালন করা হয় ওসমান পরিবারের এই ক্ষুদে তনয়ের জন্মদিন। এর আগে দুপুরে কোমলমতি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয় তারপর বিকালে কেক কেটে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় আজমেরী তনয় আরহাম ওসমান আলিফের ৮ম জন্ম বার্ষিকী।
আয়োজন অনুষ্ঠানে রং বেরং এর বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয় জামতলা এলাকস্থ অভিজাত রেস্টুরেন্টটি। এছাড়াও, মটু, পাতলু ও ডোরিমন এর প্রতীকী কার্টুনই ছিলো আলিফ ও কোমলবতী শিশুদের বিশেষ আর্কষন। তার সাথে কেক এর মধ্যে স্পাইডারম্যান ও ব্যাড ম্যানের প্রতীকী চিত্র রয়েছিল। মটু ও পাতলুর প্রতীকী কার্টুনের সাথে আনন্দ করে বেশ উৎফুল ছিলো আলিফ ও কোমলমতি মাদ্রাসার শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত এমপি আলহাজ্ব নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান , আলহাজ্ব আজমেরী ওসমানের সহধর্মিনী সাবরিনা ওসমান জয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন, প্রয়াত এমপি আলহাজ্ব নাসিম ওসমানের কন্যা আফরিন ওসমান ও জামাতা ইফতেখায়রুল ইসলাম ( যাত্রা বাড়ি অঞ্চলের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার ) সহ নাসিম ওসমান স্মৃতি কল্যান ও দু:স্থ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন প্রমুখ ।
উল্লেখ্য. গত ২০০৯ সালের ২৭ ই সেপ্টেম্বর আলহাজ্ব আজমেরী ওসমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাবরিনা ওসমান জয়া। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী এই পরিবারের একজন সদস্য হয়ে নিজেকে সকলের সাথে সর্ম্পক বজিয়ে রেখে সাবরিনা ওসমান জয়ার নিধারুন হয় এই শুভ পথচলা। গত প্রায় বৎসর আগে আজমেরী ওসমান ও সাবরিনা ওসমান জয়ার শুভ পরিণয় হয় এরপর তাদের সংসার জুড়ে ফুট ফুটে ছেলে সন্তানের আগমন ঘটে। যার নাম রাখা হয়েছিল আলিফ ওসমান ।