নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : তীব্র তাপদাহ ও লোডশেডিং থেকে একটু প্রশান্তির জন্য মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমদেরকে আই.পি.এস দিলেন আলহাজ্ব আজমেরী ওসমান। ৫ জুলাই শনিবার রাতে আল্লামা ইকবাল রোড এলাকাস্থ তাঁর বাসভবনে জামিয়াতুল আবরার আলহাজ্ব আনিসুর রহমান মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন তিনি।
এসময় আলহাজ্ব আজমেরী ওসমানের সাথে উপস্থিত ছিলেন তার স্ত্রী সাবরীনা ওসমান জয়া, তনয় আরহাম ওসমান আলিফ, নাসিম ওসমান স্মৃতি দু:স্থ্য কল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, মাদ্রাসা সভাপতি আলহাজ্ব সেকান্দার আলী মৃধা, কর্মকর্তা আব্দুল আউয়াল, হাফেজ মাওলানা প্রিন্সিপল নিজাম উদ্দিন ও নাসির, মো: আরাফাত, সুমন প্রমূখ।