নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সেবন নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে মামুন (২২) নামে এক যুবককে খুন করা হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন নূর নবী (২২) নামে এক যুবক। গত ৫ ডিসেম্বর সোমবার রাতে ফতুল্লার ইসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন ফতুল্লার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকার বাবুলের ছেলে এবং আহত নূর নবী ফতুল্লার কোতালেরবাগ হক বাজার এলাকার মান্নানের ছেলে।
নিহত মামুনের বন্ধু শফিকুল বলেন, ছয় মাস আগে ইসদাইর এলাকার সাইফুল, পায়েল, পাপ্পু ও জয়দের একটি গ্রুপের সঙ্গে আমাদের ঝগড়া হয়েছিল। সোমবার বিকালেও আমাদের গ্রুপের এক ছোট ভাইয়ের সঙ্গে মাদক সেবন নিয়ে তাদের একজনের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে তাদের সঙ্গে মারামারির ঘটনাও ঘটে। পরে আমরা সেখান থেকে চলে আসি।
তিনি আরও বলেন, সন্ধ্যায় নূরনবী বাসা থেকে বের হওয়ার সময় ফোন দেয়। আমি তাকে একা বের হতে না করি। কিন্তু সে একা বের হয় এবং তাকে একা পেয়ে মারধর করতে থাকে। এসময় তার সঙ্গে থাকা মামুনকেও ছুরিকাঘাত করে। আহত অবস্থায় মামুনকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নূর নবীকে ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত মামুনের ভগ্নিপতি হাসান বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। খবর শুনে হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। মামুন একটি নুডলস কোম্পানির বিক্রয় কর্মী হিসেবে কর্মরত ছিল। তবে কিছুদিন আগে তার চাকরি চলে যায়। বর্তমানে সে বেকার ছিল। তারা এক ভাই, এক বোন। তার বাবা ভ্যান চালক।