নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সম্রাজ্ঞী সাঞ্জু আক্তার (২০) ও তার এক সহোযোগি সহ গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ২৫ই মে মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লা থানাধীন কাশিপুর হাটখোলা জুনিয়র হাই স্কুলের প্রধান ফটকের সামনের রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো : নারায়ণগঞ্জ সদর থানার নলুয়াপাড়া বাপ্পি চত্ত্বরস্থ নজরুল ইসলাম বাবু ওরফে কমলেট বাবুর স্ত্রী সাঞ্জু আক্তার ও তার সহোযোগি ১ নং বাবুরাইল জোড়পুলের মো. জোসেফ ওরফে উত্তমের পুত্র নওমুসলিম সাফওয়ান ইসলাম জয় (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এস.আই আশিষ কুমার সঙ্গীয় ফোর্স সহ কাশিপুর হাটখোলাস্থ জুনিয়র হাই স্কুলের প্রধান ফটকের সামনের রাস্তায় অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী সাঞ্জু ও নওমুসলিম যুবক জয় কে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার এস.আই আশিষ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় কাশিপুর হাটখোলা জুনিয়র হাই স্কুলের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাঞ্জুর স্বামী কমলেট বাবু নিজেও একজন মাদক ব্যবসায়ী। সাঞ্জুর স্বামী কমলেট বাবু বর্তমানে কারাগারে আটক রয়েছে। কারাগারে আটক স্বামীর অবর্তমানে তিনিই মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো বলে তিনি জানান তিনি।
ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা পুলিশের ধারাবাহিক অভিযান চলছে।মাদকের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা পুলিশ জিরো টলারেন্স।এই মাদক বিরোধী অভিযান অব্যহ্যাত থাকবে। এবং মাদকের ব্যবসায়ীরা যতোই শক্তিশালী হউক না কেনো কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।