মাদক মামলায় নারায়ণগঞ্জে ৫ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে মাদক মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।৩০শে মার্চ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ আদেশ দেন। রায়ে মহারাজ, প্রতিমা ও রাজীবকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন : নারায়ণগঞ্জ শহরের টানবাজার পুরাতন সুইপার কলোনির গোপী লাল দাসের ছেলে সাগর (৩১) ও ছোট লাল (৪৬), লালুয়ার ছেলে রুবেল (৩৩), মদন লালের ছেলে রাজিব (২৯) ও বারেকের ছেলে ভোলা ওরফে জুয়েল (৩১)। এদের মধ্যে ভোলা পলাতক।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমিন আহমেদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি ধারায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেকটি ধারায় তাদের প্রত্যেককে পাঁচ বছরের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

তিনি আরও বলেন, ২০১১ সালের ২২ মে মাদক বিরোধী অভিযানে টানবাজার পুরাতন সুইপার কলোলি থেকে দুই কেজি হেরোইন, ৪৫ কেজি গাঁজা ও সাড়ে চার লাখ টাকাসহ তাদের গ্রেফতার করা হয়। পরদিন সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ।

add-content

আরও খবর

পঠিত