নারায়ণগঞ্জ বার্তা ২৪: সোমবার ৫ ফেব্রুয়ারী রাত ১ টায় চাষাড়া সোনালী ব্যাংকের মোড় থেকে কুমুদীনি বাগানের কুখ্যাত মাদক সম্রাট সিআইডি মাসুমকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।গ্রেফতারের সময় মাসুমের দেহে তল্লাশি চালিয়ে ১০০ পিছ ইয়াবা পাওয়া গেছে বলে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ ডিবি’র এসআই মো: মিজানুর রহমান।
এসআই মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে সিআইডি মাসুমের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে সিআইডি মাসুম কুমুদীনি বাগানের মাদক সম্রাজ্ঞী শাফির ১ম সন্তান। এদিকে ৩০ বছরের দক্ষতার সাথে মাদক ব্যবসা করে যাচ্ছে ইয়াবা সম্রাজ্ঞী শাফি। এতে সম্পৃক্ততা রয়েছে একশ্রেণির দূর্নীতিবাজ ও লোভী সরকারি কর্মকর্তাদের।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, শাফি তার ব্যবসার পরিধি বৃদ্ধি করেছে সদর,বন্দর সহ সোনারগাওঁ পর্যন্ত। বিভিন্ন সময় জনগন তাদের হাতেনাতে মাদক সহ পুলিশে দিলেও, রহস্য জনকভাবে তারা ছাড়া পেয়ে যায়। একই সাথে যারা এই মাদক ব্যবসার বিরুদ্ধে কেউ কোন পদক্ষেপ গ্রহন করতে গেলে, চেষ্টা করা মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার চেষ্টা। মাঝে মধ্যে তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
সিআইডি মাসুমকে গ্রেফতারের পর কিছুটা স্বস্তি নেমে আছে কুমুদীনি বাসীদের মধ্যে। তবে কতদিন পযর্ন্ত স্থায়ী হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দাবী করেন আগামীতে যাতে সিআইডি মাসুমের মত আসামীরা আইনের ফাক-ফোকর দিয়ে বের হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে। এ জন্য তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।