মাদক বিক্রিতে বাধা দেয়ায় ফতুল্লায় যুবককে মারধর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : মাদক বিক্রীতে বাধা দেওয়ায় ফতুল্লায় শাহীন (২৮) নামে এক যুবককে বেধড়ক পিটিয়েছে স্থানীয় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। শুধু তাই নয়, এ ঘটনার জের ধরে আহত ওই যুবকের বাড়ি-ঘরেও স্বদলবলে হামলা চালিয়ে ভাংচুর চালিয়েছে দুবৃত্তরা। গত ১৮ ডিসেম্বর রবিবার রাত পৌনে ১২টার সময় ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকায় ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগীর বড় ভাই মোহাম্মদ শাকিল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে আহত শাহীন জানান, ঘটনার দিন রাতে এলাকায় সকলে মিলে ফুটবল বিশ্বকাপ ফাইনাল খেলা দেখার সময় রাত সাড়ে ১১টার সময় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রি করতে বাধা দেয়ায় এনায়েতনগর ফাইভ স্টার গলির চিহ্নিত মাদক ব্যবসায়ী রিয়াজের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আমাকে আমাকে বেধড়ক মারধর করে। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে বাসায় পৌছিয়ে দেয়।

আহতের বড় ভাই মো. শাকিল জানান, এ ঘটনার জের ধরে পরবর্তীতে রাত ১১টা ৫৫ মিনিটের সময় ইকবাল হাওলাদারের নেতৃত্বে মূল হোতা চিহ্নিত মাদক ব্যবসায়ী রিয়াজ এবং তার সহকারী মাহিম হাওলাদার (২০), আসিফ (১৯), জাকির (৩০), জামান (৩২), হেলাল (২৫) সহ অর্ধশতাধিক সন্ত্রাসী স্বদলবলে পুনরায় আমার বাসার মেইন গেইটে প্রবেশ করে কেঁচি গেইটে এলোপাথাড়ি লাথি মারতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেয়া সহ বাসার সামনে মহরা দিতে থাকে এবং বাসার জানালার গøাসে এলোপাথারী ঢিল মেরে গøাস ভাংচুর করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হতে থাকলে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে।

এ বিষয়ে স্থানীয়রা জানায়, ঘটনার সাথে জড়িতরা প্রত্যেকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের এমন অসামাজিক ও সন্ত্রাসী কর্মকান্ডে এলাকায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে অভিযোগের তদন্তে থাকা ফতুল্লা মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সিসি টিভি ফুটেজ দেখেছি। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রকৃত আসামীদের দ্রæত গ্রেফতার করা হবে।

add-content

আরও খবর

পঠিত