নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেছেন, মাদক সমাজে একটি মারাত্মক ব্যাধি। মাদকের কারনে চুরি, ডাকাতি, ধর্ষণ ও খুনের মত ঘটনা ঘটে থাকে। আমরা বলতে চাই মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান শক্ত। মাদকাসক্ত বা এর সাথে জড়িত কাউকেই বন্দর থানা পুলিশ ছাড় দেব না। আমি বাংলাদেশে অনেক এলাকায় চাকরি করেছি। কিন্তু এখানকার মত দিন-দুপুরে অস্ত্রের মহড়া দিতে দেখিনি। যে সমস্যাটির নাম কিশোর গ্যাং। অসলে কিশোর গ্যাং, মাদক বা যে কোন অপরাধ দমনে পুলিশ একাই দৃশ্যপট বদলে দিতে পারবে না। মাদক ও কিশোর গ্যাং দমনে পরিবারকে সোচ্চার হতে হবে আর পরিবার যদি তাদের সন্তানদের আচার-আচরন, চলা ফেরার বিষয়ে লক্ষ্য রাখেন এবং সামাজিকভাবে এর বিরুদ্ধে সোচ্চার হয় তাহলে আশা রাখি এদেশে এত অন্যায় অপরাধ সংগঠিত হবে না।
পুলিশই হবে জনগনের প্রথম ভরসা স্থল এই স্লোগানকে সামনে রেখে ১৩ই ফেব্রুয়ারি শনিবার বিকালে বন্দর থানাধীন স্বল্পেরচক এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৩নং ওয়ার্ডে (১০নং বিট) কাউন্সিলরের কার্যালয়ের সামনে বিট পুলিশিং সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ একটি সেবামূলক প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। পুলিশের প্রতি মানুষের বিরুপ ধারণা বদলে দেয়াই আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তার ধারবাহিকতা রক্ষায় উন্নয়নশীল দেশের পুলিশ হিসেবে নিজেদের পরিচিত করতে চাই। বন্দর পুলিশ ২৪ ঘন্টা আপনাদের সেবা দিতে প্রস্তুত।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ১০নং বিট অফিসার এস আই মোদাচ্ছের হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ২৩ নং ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রধান, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা মো. মুছা, জাকির প্রধান নাসির সরদার, রফিক, মো.রানা, মনা মহানগর ছাত্রলীগ নেতা অপু তালুকদার প্রমুখ।