মাদকের বিরুদ্ধে সোচ্চার ওসি নজরুল
২০১৫ সালে বন্দর থানায় ৪৩৯ মামলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মাদকের জন্য কোন সুপারিশই কাজ হবে না যারা মাদকের ব্যাপারে সুপারিশ করে তারা দেশের ভালো চায়না আমি যতদিন বন্দর থানায় থাকবো ততদিন বন্দর এলাকায় কোন মাদক বৃদ্ধি হতে দিবোনা মাদক দেশ ও জাতির শত্রু জানালেন বন্দর থানার ওসি মো: নজরুল ইসলাম তিনি আরো জানান গত বছর পুলিশ মাদক উদ্ধারের ব্যাপক সাফল্য রেখেছে। অন্যান্য বছরের তুলনায় গত বছর বন্দর থানায় মাদক উদ্ধার বৃদ্ধি পাওয়ায় বন্দরে মাদক নিয়ন্ত্রণে রয়েছে। ২০১৫ সালে বন্দর থানায় মোট ৪শ’ ৩৯টি মামলা রেকর্ড করা হয়েছে। ২০১৪ সালের চেয়ে গত বছর বন্দর থানায় মামলার সংখ্যা কমেছে ও মাদক উদ্ধার বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালে বন্দর থানায় ডাকাতি মামলা ৪টি, দস্যুতা ১টি, হত্যা ৪টি, ধর্ষণ ১৫টি, এসিড নিক্ষেপ ১টি, অস্ত্র আইনে ১টি, পুলিশের উপর হামলার মামলা ৪টি, হয়। ২০১৫ সালে পুলিশ ২শ’ ৫ কেজি গাঁজা, ১ হাজার ৮শ’ ২৫টি ইয়াবা, ১ হাজার ২শ’ ১০ বোতল ফেনসিডিল, ২শ’ ৬০ ক্যান বিয়ার, ৩শ’ ৫০ লিটার চোলাই মদ ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। তবে এ অভিযান এবছরও অব্যাহত থাকবে। সর্বপরি বন্দর থানা এলাকায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এবং থাকবে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত