মাদকের আগ্রসন থেকে বাঁচতে হলে খেলা-ধূলার বিকল্প নেই: শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  আধুনিক নারায়ণগঞ্জের রুপকার সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান এন.পি.এল এর উদ্বোধনী অনুষ্ঠানের বলেছেন, মাদকের আগ্রসন থেকে বাঁচতে হলে খেলা-ধূলার বিকল্প নেই একমাত্রই খেলা-ধূলাই পারে আমাদের যুব সমাজকে মাদকের করলগ্রাস থেকে বাঁচাতে। একটি পরিবারের মধ্যে যদি একজন ছেলে মাদকাসক্ত হয় তাহলে ঐ পরিবারের সকল সূখ শান্তি হারাম হয়ে যায়, সাজানো গুছানো সুন্দর সংসারটি দোজক খানায় পরিনত হয়। শুক্রবার রাতে নগরীর থানার পুকুর পাড় এলাকায় অনুষ্ঠিত নারায়ণগঞ্জ প্রিমিয়ারলীগ ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৫নং ওয়ার্ড ক্রীড়া ও যুব সংগঠন নারায়ণগঞ্জ প্রিমিয়ারলীগ ২০১৬ ক্রিকেট টূর্ণামেন্টের আয়োজন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড: খোকন সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খাঁন কাজল, বাংলাদেশ হোসিয়ারী সমিতির প্রেসিডেন্ট ও স্বেচ্ছা সেবক লীগ মহানগর সভাপতি নাজমুল আলম সজল, ইয়ার্ণ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা , সদর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, আওয়ামীলীগ ১৫ নং ওয়ার্ড  সভাপতি আলহাজ্ব কাজী আব্দুল করিম, সাধারণ সম্পাদক বাচ্চু কান্তি ঘোষাল, ছাত্রলীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি এহসানূল করীম নীপু, ছাত্রলীগ নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাফায়েত আলম সানি, ছাত্রলীগ নেতা সজিব, নান্নু, রিয়াদ, রায়হান, মামুন, অকবর ভাই সহ ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের অপু, জাফর, সৌরভ, বিল্লাল সহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শামীম ওসমান আরও বলেন, আমরা এই নারায়ণগঞ্জের যতোই উন্নয়ণ করিনা কেন যদি মাদক মুক্ত করতে না পারি তাহলে আমাদের সকল উন্নয়ণই বৃথা কারণ উদিয় মান কিশর ও যুবকরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যত আগামী দিনের হাল ধরার সৈনিক। প্রতিটি বাবা মা চায় তার সন্তান ভালো থাকুক আর এই সন্তানদের ভালো রাখার জন্যই  প্রতিটি আভিবাভক তাদের জীবনের সর্বস্ব বিলিন করেদিয়ে চেষ্টা করেন তাদের সন্তানটিকে সমাজের প্রতিষ্ঠিত করতে। প্রতিটি বাবা মায়ের স্বপ্ন থাকে তাদের আদরের সন্তানটি সমাজের সু প্রতিষ্ঠিত মানুষদের মধ্যে একজন হিসেবে প্রতিষ্ঠিত হউক কিন্তু মাদকের কারণে আজ ঐ সকল বাবা মায়েদের স্বপ্ন ধূলিসাৎ হচ্ছে।

প্রতিটি এলাকার ও সমাজের রন্ধে রন্ধে আজ অভিস্বাপ্ত মাদক প্রবেশ করে ধ্বংসাত্বক পরিস্থিতির সৃষ্টি করছে। মাদক ও মাদক ব্যাসায়ীদের যে আগ্রাসন তা অব্যাহত থাকলে এদেশের সম্ভাবনাময় উজ্জল ভবিষ্যত অন্ধকারের দিকে যেতে বেশী দিন লাগবে না। ফলে এখনই সময় এদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার।

তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল চায়না ওসমান পরিবারের সদস্যদের দ্বারা নারায়ণগঞ্জের উন্নয়ণ হউক । বর্তমান মেয়র আই ভি ঐ চক্রান্তকারীদের মূল হোতা।তারা সব সময় বেশী ব্যাস্ত থাকে আমাদের ওসমান পরিবারের সদস্যদের গীবত করার কাজে ব্যাস্ত থাকে। আমাদের গিবত প্রচার করার জন্য একটি বিশেষ পেশার কতিপয় সদস্যদের দোকান বরাদ্দ সহ ঠিকাদারী কাজ দিয়ে পালন পোষন করছেন এবং তাদের সাথে যুক্ত করেছেন সমাজের সুশীল লোকের দাবীদার চক্রের সদস্যদের ।    যাদের কাজই হচ্ছে আমাদের বিরুদ্দে অপপ্রচার করা। ঐ চক্রের সদস্যরা আমাদের কাজের বিরোধীতা করে নানা ধরনের অপপ্রচারের মাধ্যমে আমাদের উন্নয়ণের গতিকে রোধ করছে । এই নারায়ণগঞ্জের উন্নয়ণ হলে নারায়ণগঞ্জ বাসীর উন্নয়ণ হবে , ভালো ফল ভোগ করবে এই নারায়ণগঞ্জের মানুষ। উন্নয়নের গতিকে রোধ করে যারা নারায়ণগঞ্জে ক্ষতি করছে তারা মাদক ব্যাবসায়ীদের মতো আমাদের ক্ষতি করছে । এরা শুধু আমাদের শত্রু না এরা সমগ্র নারায়ণগঞ্জ বাসীর শত্রু তাই আপনাদের প্রতি আহব্বান থাকবে আসুন সময় থাকতে সম্মিলিত ভাবে ঐ দুষ্ট চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই আর ওদের রুখে দেয়ার সময় এখনই।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত