মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ- নিহত ১, আহত ১০

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আড়াইহাজার উপ‌জেলায় দুই পক্ষের ম‌ধ্যে সংঘর্ষ হয়ে‌ছে। এসময় এক পক্ষের গুলিতে সুজন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়াও অন্তত আরও ১০ জন আহত হয়েছে। ৭ জুলাই শ‌নিবার রাতে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন ওই এলাকার আবুল হাসেমের ছেলে।

সূত্র জানায়, মাছ ধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। এ ঘটনার পর এলাকা জুড়ে আতংক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ ঘটনায় আহতদের মধ্যে স্থানীয় ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য লিটন (৪০), শফিকুল (৩৮) হাসেন (৩৫),হযরত আলী (৬০), রোজিনা (৩০), আনোয়ার হোসেন (৩২), কবির হোসেন (২৭), বাবুল (৩৫) এর নাম জানা গেছে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় বেসরকারি হাসপাতাল এটুজেড-এ ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কা জনক অবস্থায় রোজিনা নামে এক নারীকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক মোশারফ জানান, নিহতের গায়ে তিনটি গুলির চিহ্নসহ ধারালো অস্ত্রের একাধিক আঘাতের ‌চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হ‌য়ে‌ছে।

আড়াইহাজার থানার ওসি এম এ হক বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

add-content

আরও খবর

পঠিত