নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কয়েকটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেছে গণপরিবহনের শ্রমিকরা। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাঁচপুর ও শিমরাইল মোড়সহ বিভিন্ন পয়েন্টে লাঠিসোটা নিয়ে অবস্থান নেয় গণপরিবহনের শ্রমিকরা। এসময় শ্রমিকরা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রেখে বিক্ষোভ করতে থাকে। তারা মহাসড়কে শুধু মাত্র রোগী পরিবহনের এ্যাম্বুলেন্স ছাড়া কোন পরিবহনই চলতে দেয়নি। তাদেরকে চলমান রিক্সা ভ্যানের চাকার হাওয়া (বাতাস) ছেড়ে দিতে দেখা গেছে।
সকাল সাড়ে ১০টার দিকে শিমরাইল মোড়ে কুমিল্লা -১ আসনের এমপি সুবেদ আলী ভুইয়া ও কুমিল্লা -২ আসনের এমপি আমীর হোসেন ভুইয়া আটকা পড়েন পরিবহন ধর্মঘটকারীদের হাতে। খবর পেয়ে নারায়ণগঞ্জ পুলিশের কয়েকটি টিম এসকর্ট করে নিরাপদে তাদের গন্তব্যে ছেড়ে দেয়। পরে রাজধানীর রাজউক এভিনিউয়ের সড়ক পরিবহন ভবনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা নৌমন্ত্রী শাহজাহান খানের সঙ্গে বৈঠক করে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের না’গঞ্জ জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন আহমেদ চৌধুরী জানান, কেন্দ্রীয় নির্দেশে শান্তিপূর্ন ভাবে পরিবহন শ্রমিকরা ধর্মঘট পালন করেছে।
নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের শিমরাইল ট্রাফিক বক্সে দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোল্লা তাসলিম হোসেন জানান, সকাল পরিবহন শ্রমিকদের অবরোধের কারণে কোনো যান চলাচল করতে পারেনি। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
উল্লেখ্য, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন আদালত। এর প্রতিবাদে গত রোববার থেকে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন শ্রমিকেরা।
এরপর ঢাকার সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে গত সোমবার এক চালকের মৃত্যুদন্ডাদেশ দেয় আদালত। এরই প্রতিবাদে মঙ্গলবার থেকে পরিবহন শ্রমিকেরা ধর্মঘটের ডাক দেন।