নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জে যাত্রাবাহী বাস, লেগুনা, সিএনজি অটোরিকশা থামিয়ে চাঁদা আদায়কালে পৃথক অভিযানে চারজনকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব। সোমবার বিকালে র্যাব-১১ এর অতিরিক্ত এসপি মো. জসিম উদ্দীন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন মো. আরমান হোসেন, কাজী আমিনুল ইসলাম, মো. সেলিম ও মশিউর রহমান ওরফে মুকুল। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১৩ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়েছে।
মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, একটি চক্র নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়া ও এর আশপাশ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত বাস, লেগুনা ও সিএনজি চালকদের কাছে নিয়মিত চাঁদা আদায় করত। তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ি প্রতি এক থেকে দুইশ টাকা করে চাঁদা আদায় করত।
তিনি বলেন, এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ চারজনকে চাঁদাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।