নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : সদ্য ঘোষিত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাকছদুল আলম খন্দকার খোরশেদ। সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন, যুগ্ম সম্পাদক সাগর প্রধান,সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রুশো ও বিশেষ আমন্ত্রনে উপস্থিত ছিলেন সদ্য বিলুপ্ত আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম্ আহবায়ক সানোয়ার হোসেন।
২৫শে বৃহস্পতিবার অক্টোবর অনুষ্ঠিত সভার শুরুতেই পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন যুগ্ম সম্পাদক সাগর প্রধান। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটি ঘোষনা করায় মহান আল্লাহর দরবারে শোকরিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নেতা তারেক রহমান ও কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্ধের প্রতি কৃজ্ঞতা জানান নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাকছদুল আলম খন্দকার খোরশেদ।
সভায় সর্বসম্মতিক্রমে যুবদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ২৬ অক্টোবর শুক্রবার শহীদ জিয়াউর রহমানের মাজার জেয়ারতে অংশ নেয়ার, কেন্দ্রীয় পরামর্শে সাংগঠনিক কাজের সুবিধা ও বিগত দিনে আন্দোলন সংগ্রামে বিশেষ ভূমিকা রাখায় সদ্য সাবেক আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম্ আহবায়ক সানোয়ার হোসেন সহ-সভাপতি হিসাবে অর্ন্তভূক্ত ও মহানগরের পূনাংগ কমিটিতে সাবেক যুগ্ম আহবায়কদের যথাযথ সম্মান প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্ত না হওয়া পর্ষন্ত সদ্য গঠিত কমিটি উপলক্ষে কোন প্রকার আনন্দ মিছিল, ফুলেল শুভেচ্ছা দেয়া-নেয়া, মিষ্টি মুখ করা থেকে বিরত থাকার ও সদ্য ঘোষিত নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতৃবৃন্ধ আন্দেলন ও নির্বাচনী কর্ম কৌশল নির্ধারণ ও পরামর্শের জন্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্ধের সাথে সৌজন্য সাক্ষাত করার সিদ্ধান্ত গৃহিত হয়।এছাড়াও বিগত দিনে আন্দোলন সংগ্রামে অংশ গ্রহনকারী প্রত্যেকটি নেতাকর্মীকে লবিং গ্রুপিং,সুপারিশ এড়িয়ে যথাযথ পদায়নের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা জয়নাল আবেদীন, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন ও যুগ্ম সম্পাদক কাজী সোহাগের মুক্তি দাবী করা হয়।
সমাপনী বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আওয়ামী লীগের ভবিষ্যত দিনের হাল ধরার মত তৃতিয় প্রজন্ম আওয়ামী লীগ তৈরী করতে ব্যার্থ হয়েছে। তাই তারা বিএনপিকেও নেতৃত্ব হীন করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র করছে।।
তিনি আরো বলেন, সরকারের এমন আশা কোন দিনই পূরল হবে না। দেশের জনগন এই অবেধ সরকারকে প্রতিরোধ করবেই, ইনশাল্লাহ। তিনি অবিলম্বে পুলিশী নির্যাতন বন্ধের আহবান জানান। তিনি যুবদলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরবাসী শুভেচ্ছা জানিয়ে বাকশালের পতন ও দেশনেত্রীর মুক্তির সংগ্রামে নিজেদের ঊৎসর্গ করার প্রত্যয়ন ঘোষনা করেন। এছাড়াও তিনি আরো বলেন, বাকশালের পতন ছাড়া ঘরে ফিরবে না যুবদল।