মহাতীর্থ লাঙ্গলবন্দে আষাঢ়ী স্নান উৎসব অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হল হিন্দু ধর্মাবলম্বীদের আষাঢ়ী স্নান উৎসব । রবিবার ৯ই জুলাই বন্দর থানাধীন লাঙ্গলবন্দে এ উৎসবটির আয়োজন করা হয়। বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক পুন্যার্থী এই আষাঢ়ী স্নান উৎসবে যোগদান করেন। ভোর রাত থেকে হাজার হাজার নারী পুরুষ এই আষাঢ়ী স্নানে অংশগ্রহণ করেন। সকাল থেকে রাজঘাট সহ ১৮টি ঘাটে বিপুল সংখ্যক পুন্যার্থী ভিড় জমায়।

প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে স্নান উৎসবটি ছিল খুবই শৃঙ্খলাবদ্ধ। প্রতিটি ঘাটে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উৎযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নাঃগঞ্জের উদ্যোগে বিভিন্ন সেবা ক্যাম্পে প্রসাদ বিতরণ করা হয়। স্নান কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন সেবা ক্যাম্প ও স্নান ঘাট পরিদর্শন করেন এবং পুন্যার্থীদের খোঁজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিবা, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান কমিটির আহ্বায়ক বাবু সরোজ কুমার সাহা, কেন্দ্রীয় পূজা জাতীয় পরিষদের সদস্য বাসুদেব চক্রবর্তী। নাঃগঞ্জ মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক ও মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান কমিটি সদস্য শিখন সরকার শিপন, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সহ-সভাপতি পরিমল ঘোষ, নাঃগঞ্জ মহানগর পূজা উৎযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্নান কমিটির সদস্য সাংবাদিক উত্তম সাহা, কোষাধ্যক্ষ সুশীল দাস, বন্দর পূজা উৎযাপন পরিষদের সভাপতি শংকর দাস, সহ-সভাপতি মনোরঞ্জন দাস, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিপন দাস, ফতুল্লা পূজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি অরুন দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

মহাতীর্থ লাঙ্গলবন্দের আষাঢ়ী স্নান সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ায় স্নান কমিটির আহ্বায়ক বাবু সরোজ কুমার সাহা, নাঃগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যান সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলকে ধন্যবাদ জানান।

add-content

আরও খবর

পঠিত