মহাজোটে নাসিম ওসমানের অবদান অবিস্মরণীয় : পারভিন ওসমান

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জ -৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা একেএম নাসিম ওসমানের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা প্রজন্মের লীগ এর উদ্যোগে এক স্বরণ সভা আলোচনা ও দোয়া আয়োজন করেন ৷ শুক্রবার ৪ মে বিকাল ৪টায় সরকারি তোলারাম কলেজে জাতির পিতা ভবনে স্মরণ সভা আলোচনা ও দোয়া ও তাবারক বিতরণ করা হয় ৷ স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পারভীন ওসমান।

তিনি তাঁর প্রয়াত স্বামী নাসিম ওসমান সম্পর্কে বলেন, আমার জীবনের সবচেয়ে অলংকার চলে গেছে, আমি মনে করি উনি আছেন, উনি নেই এটা আমি আজো বিশ্বাস করতে পারিনা. আমি ৩৯ বছর তাঁর সাথে জড়িত ছিলাম কিন্তু হঠাৎ করে উনি রাত একটায় ৩০ এপ্রিল আমাদের ছেড়ে চলে গেছেন ৷ আজকের এই মহাজোটে যা আপনাদের নেতা নাসিম ওসমানের অবদান অবিস্মরণীয় ৷

তিনি নাসিম ওসমান সম্পর্কে বলেন, তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, উনি আজো চার বছর হলো এত ভালোবাসার প্রমাণ আপনারা দিয়েছেন এত ভালোবাসা কখনো দেখিনি যা আপনারা আজ দেখিয়েছেন ৷ পরিশেষে আবারো মহাজোট সরকার কে ক্ষমতায় আসতে এগিয়ে আসতে ভোটের আহবান রাখেন ৷

এসময় সহযোগী অধ্যাপক জীবন কৃষ্ণ মোদক বলেন, উনার মৃত্যু হবে আমরা এত তারাতারি ভাবতে পারি নাই, তিনি জন প্রতিনিধিদের সম্মানে বলেন জন প্রতিনিধিদের সম্মান করা আমাদের কর্তব্য, নাসিম ওসমান উনি আমাদের মাঝে বেঁচে থাকবেন তাঁর কৃতিত্বের মাঝে ৷

সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি বাদল বলেন, কিছুদিন আগে আমায় নিয়ে কিছু গজব উঠেছিল আমি কান দেইনি ৷ নাসিম ভাই ছিলেন এক বীর মুক্তিযোদ্ধা আজকে সেই নাসিম ভাইয়ের স্বরণে সভা যিনি মানুষের কথা বলতেন যিনি কর্মীমুখী নেতা ছিলেন যিনি মানুষ ও দেশের জন্যে কাজ করে নিজের জীবন আদর্শ হিসেবে কাজ করে গেছেন যা আজো ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে ৷

এছাড়াও উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ এর সভাপতি কামরুজ্জামান বুলেট , বীর মুক্তিযুদ্ধা নুরুল হুদা মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ তাঁতী লীগ এর সহ সভাপতি জসিম উদ্দিন সাবেক মেম্ববার কাশিপুর ইউনিয়ন সত্তার, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ সহ সভাপতি ইন.শেখ রেজাউল করিম, শেখ রাসেল স্মৃতি সংসদ এর নুর হোসেন , যুবলীগ নেতা বাবু মিয়া সহ অঙ্গ সংগঠন প্রমুখ নেতৃবৃন্দ ।

স্বরণ সভা শেষে মরহুম নাসিম ওসমানের আত্মার শান্তি কামনা করে ওসমান পরিবারের সকলের জন্যে দোয়াসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে ও মিলাদ এবং মোনাজাত পরিচালনা করা হয় । দোয়া শেষে তাবারক বিতরণ করেন ৷

add-content

আরও খবর

পঠিত