নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : শারদীয় দূর্গাপূজার মহাঅস্টমীতে নারায়ণগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা ৫৭মিনিটে শুরু মহাষ্টমীর পূজা বিহিত । শহরের মিশনপাড়া এলাকাস্থ নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী দেবীকে অঞ্জলী প্রদান করা হয়। এবারের কুমারী দেবীরূপে মন্ডপে অধিষ্ঠিত হন ৭ বছর ১১ মাস বয়সী প্রিয়ন্তী চক্রবর্তী। জাঁকজমকপূর্ণ ভাবে মহাষ্টমীর কুমারী পূজা উদযাপনে সুদূর মালেয়েশিয়া থেকে চলে আসেন প্রবাসী সাংবাদিক গৌতম রায় সহ বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার ভক্তরা। প্রায় একঘন্টা ব্যাপী এ কুমারী পূজায় রামকৃষ্ণ মিশন আশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের ঢল নামে।
স্বপন চক্রবর্তী ও মা শঙ্কুরী চক্রবর্তীর মেয়ে প্রিয়ন্তী চক্রবর্তী শহরের কিন্ডার কেয়ার স্কুলের ৩য় শ্রেনীর ছাত্রী। দেবী দুর্গার আসন, বস্ত্র, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দ্বীপ দিয়ে পূজা দেওয়া হয় দেবীকে অঞ্জলি প্রদানের মাধ্যমে সন্ধি পূজা সম্পন্ন হয়। ঢাক, ঢোল ও শংখ বাজিয়ে অঞ্জলি দিয়ে আনুষ্ঠানিকভাবে কুমারী দেবীকে বরণ করেন ভক্তরা। এরপর দেবীর কাছে সবাই প্রার্থণা করেন। কুমারী পূজা পরিচালনা করেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ।
কুমারী পূজা সম্পর্কে মহারাজ বলেন, স্বামী বিবেকানন্দ শারদীয় দুর্গোৎসবে এ কুমারী পূজার প্রচলন শুরু করেন। দেবীকে জাগতিকভাবে পূজা করতে শত বছর ধরে এ কুমারী পুজা পালন করা হচ্ছে। সনাতন ধর্মের নিয়ম অনুসারে দেবীকে শিশুরূপে মায়ের আসনে পূজা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর সাহা, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, দেওভোগ নাগমহাশয় মন্দিরের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, মহানগর পূজা কটির গৌতম সাহা সহ হিন্দু সম্প্রদায়ের নের্তৃবৃন্দ।