নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় দিনের মত চলছে নির্বাচনী পরীক্ষার ফলাফলের বিপর্যয় নিয়ে শিক্ষার্থী ও অভিবাকদের বিক্ষোভ। এ সময় তিন জন ছাত্রী আত্মহত্যার চেষ্টা করলে পুলিশ তাদের উদ্ধার করে। ৮ই নভেম্বর বুধবার উল্লেখিত ঐতিহ্যবাহী এই ঘটনায় শহরময় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ১০ জন শিক্ষার্থী ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়লে এ রিপোর্ট লেখার আগে পর্যন্ত তাদের শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরআগে গত মঙ্গলবার ৭ নভেম্বর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণের দাবী জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি জমা দেয় অকৃতকার্য শিক্ষার্থীরা ।
বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানায়, গতকাল ও আমাদের আশ্বাস দেয়া হয় যে আমাদের এই ব্যাপারটা স্কুল কর্তৃপক্ষ দেখবে। কিন্তু এখন আমাদের সাথে তারা কী করতেছে? তাঁরা গতকাল বলেছে সন্ধ্যায় স্কুলের চেয়ারম্যান স্যারে সাথে বসে সিদ্ধান্ত নিবে। আমরা যারা তিন বিষয়ে অকৃতকার্য হয়েছি তাদের ও সুযোগ দেয়ার চিন্তা ভাবনা করবে। কিন্তু আজকে তাদের কোনো প্রকার পদক্ষেপ নেই। উল্টো তারা আমাদের ওপর তাদের দোষ চাপায় দিচ্ছে।
অভিবাবকরা বলছে, কোনো বারইতো এমন হয় নাই। এবার কেন এতগুলো পরিক্ষার্থী কীভাবে খারাপ করে। সব টাকা খাওয়ার ধান্দা।
উল্লেখ্য যে, এবছর নারায়ণগঞ্জ মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেনীর নির্বাচনী পরীক্ষায় প্রায় ৫শত ৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে প্রায় ১শত ৭৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।