মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪: শনিবার ২৭ জানুয়ারি মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায় অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ  আনোয়ার হোসেন বলেছেন, শিক্ষা জীবনের থেকেই মানুষের স্বপ্ন সৃষ্টি হয়। সেই স্বপ্নে তুমি যেমন ভাববে তোমার ভবিষ্যৎ তুমি তেমন করে গড়তে পারবে। তুমি যদি তোমার স্বপ্নকে বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ থাকো তবে তুমি তোমার স্বপ্ন পুরণ করতে পারবে।

তিনি বলেন, আমার স্বপ্ন ছিল আমি বড় নেতা হবো, আমি হয়েছি। আমার কোন লোভ লালসা নেই। আমি সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করতে চেয়েছিলাম, চেষ্টাও করেছিলাম কিন্তু আমি পারিনি। তারপরও আমার স্বপ্ন ভাঙ্গেনি, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার দলীয় নেত্রী শেখ হাসিনা আমাকে আমার এমন একটি স্বপ্ন যা পূরণ হবার মত নয় সেই স্বপ্নের জেলা পরিষদ চেয়ারম্যান তিনি বানিয়ে দিয়েছেন। আগামীতে আমি তার সম্মান রক্ষা করেই জেলা পরিষদকে চালাবো। জনপ্রতিনিধি হবার স্বপ্ন ছিল, কাজ করার স্বপ্ন ছিল মানুশের জন্য করছি। আমার রাজনৈতিক জীবনে অনেক কিছুর ইচ্ছা ছিল পেয়েছি।

তিনি আরো বলেন, এবার পরীক্ষার নিয়ম পরিবর্তন হয়েছে। সকাল সাড়ে ৯টার মধ্যে অবশ্যই পরীক্ষার হলে থাকতে হবে। ৯টা ৩১ মিনিট হলেও প্রধান ফটক বন্ধ থাকবে যে কেউই হোক কোন সুযোগ দেয়া হবেনা। এটার প্রতি তোমাদের নজর রাখতে হবে। নকলমুক্ত পরীক্ষার জন্য এবার সব ধরনের প্রস্তুতি নেয়া হবে। ম্যাসেঞ্জার, ফেসবুক ইমো সহ সামাজিক যোগাযোগ মাধ্যম সকল কিছুই বন্ধ থাকবে। শুধুমাত্র কলম, প্রবেশ পত্র ছাড়া অনয কিছু নিবেনা। সুন্দরভাবে চিন্তামুক্তভাবে পরীক্ষা দেবে। তোমরা অবশ্যই সফল হবে, ভালো ফলাফল করবে আশা করি।

এতে উপস্থিত ছিলেন নাসিক মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, অধ্যক্ষ আশোক কুমার সাহা, বিদ্যালয়ের গভর্নিং বডির মেম্বার আহসান হাবীব, হুমায়ুন কবির, মোশারফ হোসেন জনি, ইমামুল সেলিম, নাসরিন আক্তার, আবুল কালাম হোসেন, সহকারী প্রধান শিক্ষিকা লায়লা আক্তার, ইয়ারাসুল মিয়া, আক্তারুজ্জামান, পারভীন আক্তার, হাজেরা খাতুন প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত