মরে গেছে খামারের ১৫ লাখ টাকার মাছ !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : গ্লোব এডিবয়েল কারখানার বিষাক্ত বর্জ্যে পাপ্পু মৎস্য খামারের প্রায় ১৫ টাকার মাছ মরে ভেসে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাছ মরে যাওয়ার ফলে খামারি মালিকরা নিঃস্ব হয়ে পড়েছে। ঘটনাটি উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় ঘটেছে। ১৩ ই আগস্ট রবিবার সকালে এ ঘটনায় কারখানার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

মৎস্য খামারি তারিকুল ইসলাম পাপ্পু জানান, তারা কয়েকজন মিলে গঙ্গানগর এলাকায় সরকারী খাস জমিতে পাপ্পু মৎস্য খামার গড়ে তুলে। এখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়। পাশের গ্লোব এডি বয়েল কারখানার বিষাক্ত বর্জ্য খামারের পানিতে মিশে যায়। ফলে খামারের ১৫ লাখ টাকার মাছ মরে পানিতে ভেসে যায়। রবিবার ভোরে ভেসে যাওয়া মাছ দেখে খামারি তারিকুল ইসলাম পাপ্পু কারখানার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে কারখানার ম্যানেজার মিজানুর রহমান বলেন, আমাদের কারখানার উৎপাদন এখনো শুরু হয়নি। আর মৎস্য খামারিরাও কিছু জানায়নি। থানার অফিসার ইনচার্জ ইসমাঈল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

add-content

আরও খবর

পঠিত