মদনপুর রিয়াজুল উলুম আলিম মাদরাসায় বিনামূল্যে বই বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী পহেলা জানুয়ারি সমগ্র দেশব্যাপী বই বিতরণ উৎসব সম্পন্ন হয়েছে এবং তার সাথে মিল রেখে বুধবার সকালে বন্দর উপজেলাধীন মদনপুর রিয়াজুল উলুম আলিম মাদ্রাসা প্রাঙ্গনে বই বিতরণ উৎসব উদযাপিত হয়েছে ও সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।

এ সময় অত্র মাদ্রাসার গভর্নিং বডির অন্যতম সদস্য কাজী কবির হোসাইনের সভাপতিত্বে, অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. মো. আব্দুল করিম বাহারের সার্বিক তত্বাবধানে ও অত্র মাদরাসা’র আরবী প্রভাষক মাও. মো. নেছার উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল শিক্ষকমন্ডলী উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

বই বিতরণের প্রাক্কালে এক সংক্ষিপ্ত বক্তব্যে কাজী কবির হোসাইন বলেন, সরকার দেশের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তার অংশ হিসেবে নতুন বছরের ১ম দিনেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া সত্যিই একটা ঐতিহাসিক ও বিশাল পদক্ষেপ। আমরা অত্র মাদ্রাসার পক্ষ থেকে সরকারকে এ ভূয়সী পদক্ষেপের জন্য স্বাগত ও ধন্যবাদ জানাই। কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার কোন বিকল্প নেই। নিজেকে উন্নত জায়গায় নিতে হলে এবং দেশের কল্যাণে কিছু করতে চাইলে অবশ্যই তোমাদের ভালভাবে লেখাপড়া করে সুপ্রতিষ্ঠিত হতে হবে এবং দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে যোগ্যভাবে মেলে ধরতে হবে। প্রতিটা বইকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। শিক্ষকদের কথামতো তোমরা ভালভাবে মনোযোগ দিয়ে পড়বে এবং নিয়মিত ক্লাসে আসবে। তাহলে তোমরা ভাল করতে পারবে। সকাল থেকেই নতুন বই নেয়ার জন্য শিক্ষার্থীদের মধ্যে উৎফুল্ল ভাব দেখা যায় এবং এদিন সকল শিক্ষার্থীদেরকে স্বতস্ফুর্তভাবে নতুন বই নিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে।

add-content

আরও খবর

পঠিত