নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( চাঁদপুর প্রতিনিধি ) : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের শনিবার (৩০ মার্চ) সকালে জেলেদের মাঝে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। ১ হাজার ৫শ ৫ জন তালিকাভূক্ত জেলে পরিবারের মাঝে ৪০ কেজি করে ৬০.২০০ মেট্টিক টন চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ পূর্বে প্যানেল চেয়ারম্যান হালিম সরকার বলেন, সরকার মার্চ-এপ্রিল ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ঘোষনা করেছেন। বৃহত্তর স্বার্থে তা আপনাদের মেনে চলতে হবে। আজকের জাটকা আগামী দিনের পরিপূর্ণ ইলিশ। এই ইলিশ আপনারাই ধরবেন, আপনারাই এর সুফল ভোগ করবেন। ইলিশ আমাদেও চাঁদপুরের সম্পদ, তা রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব ও কর্তব্য।
তিনি আরো বলেন, মেঘনায় জাটকা অভিযানে ফরাজীকান্দি ইউনিয়নের কোন জেলে নদীতে পেলে শাস্তির পাশাপাশি তাদের জেলে কার্ড বাতিল করা হবে। সকলের সহযোগিতা থাকলে বিগত বছরের ন্যায় এ বছরেও সফল ভাবে অভিযান শেষ করা যাবে। অভিযান সফল করতে পারলেই নদীতে প্রচুর ইলিশ পাওয়া যাবে। এ ইলিশ ধরেই বাজারে বিক্রি করে আপনারা আমরা সকলেই লাভবান হবো।
এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার সহকারী শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, ইউনিয়ন পরিষদ সচিব নাছির আহমেদ খান, আওয়ামীলীগ নেতা রমিজ উদ্দিন শিশির, মানছুর আহমেদ, মো. সালাউদ্দিন, ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার, খোকন প্রধান, নাছির হোসেন মুন্সি, জাকির হোসেন, ইসমাইল হোসেন, মৎস্য প্রতিনিধি ওমর আলী সহ আরো অনেকে।