ভয় দেখিয়ে লাভ হবে না : এড. মাসুম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও খবরের পাতার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম বলেছেন, আমাকে ভয় দেখিয়ে কোন লাভ হবে না। ওই সমস্ত মানুষকে আমরা পরোয়া করি না। আমরা অন্যায়কে প্রশয় দেই না এবং কখনো দিবো না। নারায়ণগঞ্জবাসীকে শান্তিময় রাখার জন্য এ আমরা নারায়ণগঞ্জবাসীর জন্ম হয়েছিলো। আজ শনিবার (১২ মার্চ) দুপুরে জেলা গ্রণগন্থাগারে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে রেল ষ্টেশনে যে মার্কেট নির্মাণ করা হয়েছে সেটার নাম হলো রেল ওয়ে কর্মচারী ট্রাস্ট। মুখোশ যেটাই পড়েন না কেন এটার পিছনে কারা জড়িত আমরা ঠিক বলতে পারবো। তাছাড়া ত্বকী হত্যার বিচারের জন্য যেদিন থেকে মাঠে নেমেছি ওইদিন থেকে মাহাবুবুর রহমান মাসুম মরে গেছে। আমার বাসায় বোমা হামলা করা হয়েছে। এখানে দু:খিত হওয়ার কিছুই না। তারা সামাজিকভাবে মানুষের মনে যেভাবে প্রভাব সৃষ্টি করেছি। আমি মনে করি এটা আমাদের অনেক পাওয়া।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রোমন রেজা সহ অন্যান্যরা।

add-content

আরও খবর

পঠিত