নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) সিদ্ধিরগঞ্জে তিনটি অবৈধ কয়েল কারখানার ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুর সাড়ে ১১ টায় থেকে শুরু হয় এ অভিযান চলে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত গোদনাইল ২নং ঢাকশ্বেরী, সানারপার, মৌচাক, ধনুহাজীরোড এলাকায় এ অভিযান চালানো হয়। । এসময় কয়েল কারখানা গুলোর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নর করে দেওয়া হয় এবং কারখানা গুলোতে কোন মালিক বা কর্মকর্তা না থাকায় সেগুলোকে সিলগালা করনা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী র্কমর্কতা আফরোজা আক্তার চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে আরো উপস্থিত ছিলেন তিতাস গ্যাস কোম্পানির নারায়ণগঞ্জ র্কাযালয়ের ব্যাবস্থাপক জাফরুল আলম, উপ-ব্যাবস্থাপক মোঃ আব্দুল কবীর, সহকারী প্রকৌশলী হাসান শাহরিয়ার, সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস সহকারী র্কমর্কতা মাহবুব হোসনে, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানার সহকারী পরির্দশক রফিকুল ইসলাম প্রমুখ।
ভ্রাম্যমান আদালত এসময় মৌচাক এলাকার জনৈক তোফাজ্জল হোসনেরে মালকিানাধীন কালাম ক্যামিকেল ওর্য়াকস মশার কয়েল কারখানা, সানারপাড়রে সাহেব পাড়া জাহাঙ্গীরের মালিকানাধীন শাহ্্ ক্যামিকলে মশার কয়লে কারখানা ও ধনুহাজী রোড এলাকার আবদি হোসনেরে মালকিানাধীন মের্সাস হক এন্ড সন্স মশার কয়লে কারখানা সীলগালা করে দেয়। এসময় ততিাস গ্যাস র্কতৃপক্ষ কারখানা তিনটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তিতাস গ্যাস র্কতৃপক্ষ এসময় কারখানাগুলোর রাইজার, ১’শ ৫০ ফিট হোস পাইপ ও গ্যাস সংযোগের বিভিন্ন সরাঞ্জামাদী জব্দ করে। তবে ভ্রাম্যমান আদালতরে খবর পেয়ে ধনুহাজী রোড এলাকার কামালরে মশার কয়লে কারখানা ও শাপলা চত্বর এলাকার ধনুহাজী বাড়ির হাজী কামাল হোসেনের মেয়ের জামাতার মশার কয়েল কারখানার মালিক ও র্কমচারীরা কারখানা বন্ধ করে পালিয়ে যায়।
ভ্রাম্যমান আদালতের ম্যজিষ্ট্রেট নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী র্কমর্কতা আফরোজা আক্তার চৌধুরি সাংবাদকিদরে জানায়, অভিযানের খবর পেয়ে কারখানাগুলোর মালিকরা পালিয়ে যায়।