নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ (ভোকেশনাল) এর মাঠ রক্ষার দাবিতে এর মাঠ রক্ষার দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মোস্তাইন বিল্লাহর কাছে স্মারক লিপি প্রদান করেছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিবাবক ও স্থানীয় এলাকাবাসী। ২রা জুন বুধবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারক লিপি প্রদান করা হয়।
স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান সরকার টেকনিক্যাল স্বুল ও কলেজ গুলোকে অত্যাধুনিক করার লক্ষ্যে দেশের ৬৪ টি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা একাডেমি–কাম–ওয়ার্কসপ ভবন নির্মাণ প্রকল্প কাজ হাতে নেয়। তারই ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জে অবস্থিত নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ (ভোকেশনাল) এর উন্মুক্ত খোলা মাঠর মধ্যে উক্ত ভবনের কাজ করতে গেলে অভিবাবক ও স্থানীয় জনগনের নজরে পড়ে।
তাদের সকলের দাবি কর্তৃপক্ষের এ আত্নঘাতী সিদ্ধান্ত পরির্বতন করে প্রতিষ্ঠাটির উত্তর–পশ্চিম দিকে ছাত্রাবাসের দিকে যে জায়গা পড়ে আছে সেখানে এই ভবনটি স্থাপন করা হউক।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কাছে স্মারক লিপিতে প্রদান কালে উপস্থিত ছিলেন আব্দুল আলী ফকির স্মৃতি সংসদের প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ সুজন, জাতীয় ফুটবল দলের খেলোয়ার সোহেল রানা, বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি ও জেলার সভাপতি জেসমিন আক্তার, ছাত্র ফেডারেশনের জেলার সভাপতি ইলিয়াস জামান, মাঠ রক্ষা প্রচেষ্টাকারী সংগঠক আবু সাইদ, ইভান, জাহিদুল ইসলাম শুভ, মো. হাসান, সোহেল, সুইট, শান্ত, ফাহিম, সিফাত প্রমুখ।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়া পাঠানটুলীতে অবস্থিত নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ। ১৯৮৪ সালে প্রায় ৬.৫ একর জমির উপর বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট হিসেবে এর যাত্রা শুরু হয় ।
তখনকার সময়ে অটো মোবাইল, ওয়োল্ডিং, রেডিও টিভি, আর এসি এই ৪টি ট্রেডে বেকার যুবকদের জন্য ট্রেনিং প্রদান করে সাবলম্বি হিসেবে গড়ে তুলতে সরকার এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। যা পরবর্তীতে এস এস সি ও এইচ এস সি পর্যায়ে নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ নামে পরিচিত।