ভেঙে দেয়া হল বিনোদন সুপার মার্কেট

নারায়ণগঞ্জ বার্তা ২৪: নগরীর ডিআইটি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বিনোদন সুপার মার্কেট ভেঙে দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর সকালে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর উপস্থিতিতে ভবনটি ভাঙা শুরু হয়। যা দুপুর পর্যন্ত চলে।

মেয়র আইভী জানান, এ জায়গাটি নগরবাসীর বিনোদনের জন্য ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু এখানে বিনোদন পার্কের পরিবর্তে ভবন করে দোকান ভাড়া দেওয়া হয়েছে। তাই অবৈধভাবে গড়ে তোলা এ ভবন ভেঙে ফেলা হচ্ছে। দুই বছর আগে আমরা এখানকার সব দোকান সরিয়ে ফেলতে নির্দেশনা দিয়েছিলাম কিন্তু তা এখনও সরানো হয়নি।

এ সময় নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এএফএম এহতেশামুল হকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত