নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদের ভবন বর্তমান পুরিন্দা থেকে সাতগ্রামে পূবের্র স্থানে সাতগ্রাম ভূমি অফিসের পাশে নির্মাণ করার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। রোববার সকাল ১১টায় এ মানবন্ধন করেন তারা।
এ সময় তারা লিখিত বক্তব্যে বলেন, সাতগ্রাম ইউনিয়নটির নামকরণ সাতগ্রাম এলাকাকে কেন্দ্র করেই করা হয়েছিল। ইউনিয়ন পরিষদ অফিসটি প্রতিষ্ঠা কাল থেকে সাতগ্রামেই অবস্থিত ছিল। কিন্তু পরবর্তীতে অজ্ঞাত কারণে তা পুরিন্দা এলাকায় স্থানান্তর করা হয়। তারা সাতগ্রাম ইউনিয়ন ভুমি অফিসের পাশে সাতগ্রাম ইউনিয়ন পরিষদের জন্য আধুনিক একটি নতুন ভবন নির্মাণ করাসহ ওই স্থানেই ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালানোর জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এর আগে ডিসি অফিসের মানবন্ধন করেন এলাকাবাসী।
এই ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, স্মারকলিপি পেয়েছি। বিষয়টি নিয়ে বিবেচনা করা হবে।